প্রথমবারের মতো যুক্তরাজ্যের টিকটক অ্যাওয়ার্ডে ‘রাইজিং স্টার ক্রিয়েটর অফ দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন দেশটির হ্যাম্পশায়ার কাউন্টির এক চলচ্চিত্র নির্মাতা।
অন্যদের ভ্রমণ ও চলচ্চিত্র নির্মাণে অনুপ্রাণিত করতে যুক্তরাজ্য ও বিদেশযাত্রার ‘সিনেমাটিক স্টাইলের’ ভ্রমণ ভিডিও তৈরি করেন জর্জ হার্পার।“আমি অভিজ্ঞতা অর্জনের জন্য এসব জায়গাতে ঘুরতে যাই। আমার ক্যামেরা এসব জায়গা ধারণ করার একটি উপায় মাত্র,” বলেছেন হার্পার।মারাকেশ, স্নোডোনিয়া ও বার্সেলোনার মতো জায়গার ভিডিও শেয়ার করে ৫৫ হাজারের বেশি অনুসারী পেয়েছেন ৩১ বছর বয়সী এই নির্মাতা। তার কয়েকটি ভিডিও ৩০ লাখেরও বেশি বার দর্শকরা দেখেছেন বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
ফ্রিল্যান্স ভিডিওগ্রাফার হিসেবেও কাজ করেন হার্পার। তিনি বলেন, টিকটক থেকে এক ই-মেইলের মাধ্যমে জানতে পারেন তার নাম এই পুরস্কারের তালিকায় রয়েছে। প্রথমে তিনি ভেবেছিলেন এটি ভুয়া মেইল।“আমি ভেবেছিলাম, সম্ভবত কেউ আমার সঙ্গে মজা করছে। তবে মেইলটি কয়েকবার পড়ার পর আমি বুঝতে পারলাম এটি সম্ভবত আসল। কখনও টিকটকের মনোনয়ন পাব বলে আমি আশা করিনি, পুরস্কার জেতা তো দূরের কথা।”
সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের এই ইভেন্টটি অনুষ্ঠিত হয়েছে লন্ডনের ‘শেফার্ডস বুশ’ এলাকায়। এতে উপস্থিত ছিলেন আটশর বেশি কনটেন্ট নির্মাতা ও মিডিয়া ব্যক্তিত্ব। পাশাপাশি টিকটকে লাইভ-স্ট্রিমও হয়েছে অনুষ্ঠানটি।হার্পারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে চলচ্চিত্র নির্মাণ। কারণ, এ কাজটি উপভোগ করেন তিনি। তার এ কাজের প্রতি অনুপ্রেরণা বাড়িয়েছে দর্শকরা।
ভাইরাল ভিডিও তৈরির গোপন রেসিপি কী জানতে চাইলে হার্পার বলেন, এর কোনো উত্তর নেই।“কিছু ভিডিও ভাল হয়, কিছু হয় না। এখানে কোনও ডিসাইডিং ফ্যাক্টর নেই।”“আপনি যদি কোনও কনটেন্ট তৈরির কথা ভাবেন, তবে এমন কিছুতে মনোযোগ দিন, যা করতে আপনি উৎসাহ পান ও কাজটি যেন আপনি ধারাবাহিকভাবে করে যেতে পারবেন।”“আপনি কখনই জানবেন না যে, কে ভিডিওটি দেখছে বা এর ফলে কী হতে পারে।”