ভারতের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যা দাবি এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দেওয়ার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
নগরীর শিববাড়ি মোড়ে বৃহস্পতিবার বেলা ১টা থেকে ঘন্টাব্যাপী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচীতে তারা বলেন, ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দেওয়ায় দেশে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে লাখ লাখ মানুষ। এসময় শিক্ষার্থীরা দাবি করেন সাবেক প্রধানমন্ত্রী হাসিনা বাংলাদেশের মানুষদের মেরে ফেলার জন্য ভারতের সাথে কু পরামর্শ করে ডম্বুর ও গজলডোবা বাধ খুলে পানি দিয়ে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন।
এই স্বৈরাচারী হাসিনাকে বাংলাদেশে এনে কঠোর শাস্তির দাবী জানান শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা পানির ন্যায্য হিসাবের জন্য চলমান সরেকারের কাছে দাবি জানান।
বিক্ষোভকারীরা আরো বলেন, ভারতীয় পণ্য সকলে মিলে বর্জন করব করতে হবে। শিক্ষার্থীরা শিববাড়ি মোড়ে কর্মসূচি পালন শেষে মিছিল নিয়ে ডাকবাংলা হয়ে হাদিস পার্ক পর্যন্ত প্রদক্ষিণ করে।