
ভারতের কাশ্মীরে প্রাণঘাতী বন্দুক হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক আক্রমণ আসন্ন বলে আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। একই সঙ্গে তিনি জানিয়েছেন, অস্তিত্ব রক্ষায় প্রয়োজন হলে পাকিস্তান পারমাণবিক অস্ত্র ব্যবহারে পিছপা হবে না।
সোমবার ইসলামাবাদে এক সাক্ষাৎকারে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, “আমরা আমাদের বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত করেছি। এখন সামরিক আগ্রাসন খুবই সম্ভাব্য। এমন পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত প্রয়োজন হয়, যা আমরা গ্রহণ করেছি।”
তিনি আরও বলেন, কাশ্মীরের সাম্প্রতিক সহিংসতার পর ভারতের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে হুমকি-ধামকি বৃদ্ধি পেয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীও সম্ভাব্য ভারতীয় হামলা সম্পর্কে সরকারকে সতর্ক করেছে।
তবে নির্দিষ্ট কোনো হামলার পরিকল্পনা বা সময়সূচি সম্পর্কে খোলাসা করেননি প্রতিরক্ষামন্ত্রী। তিনি স্পষ্ট করে জানান, “আমরা উচ্চ সতর্কাবস্থায় রয়েছি। তবে শুধুমাত্র যখন আমাদের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি তৈরি হবে, তখনই পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হবে।”
উল্লেখ্য, গত সপ্তাহে জম্মু-কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৫ ভারতীয় নাগরিক ও এক নেপালি পর্যটক নিহত হন। এই হামলার পর ভারতে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং পাকিস্তানের বিরুদ্ধে সামরিক প্রতিশোধের দাবিও জোরালো হয়।
সূত্র: রয়টার্স