গত মাসে নয়াদিল্লিতে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করে এসেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেপ্টেম্বরে ফের রাজধানীতে যাওয়ার দিনক্ষণ ঠিক হয়েছে আগেই। এর মধ্যেই ফের বৈঠকে বসছেন বিজেপিবিরোধী শীর্ষ নেতারা। তাতে ডাক পেয়েছেন ভারতের কেন্দ্রীয় রাজনীতিতে তুরুপের তাস হয়ে ওঠা মমতাও।
হিন্দুস্তান টাইমসের খবর অনুসারে, ভারতে ক্রমেই শক্তিশালী হচ্ছে বিজেপিবিরোধী জোট। বাদল অধিবেশনজুড়ে তাদের মধ্যে একাধিক বৈঠক হতে দেখা গেছে। এবার বিরোধীদের জন্য একটি বিশেষ ভার্চুয়াল বৈঠকের আয়োজন করছেন সোনিয়া গান্ধী। আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে এই বৈঠক।
সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিরোধী জোট নিয়ে কংগ্রেস সভাপতির বিশেষ পরিকল্পনা রয়েছে। এ নিয়ে আলোচনা করতে মমতা ব্যানার্জি, উদ্ধব ঠাকরেসহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতাদের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
বাদল অধিবেশনে ভারতীয় পার্লামেন্টে বিরোধীরা নিজেদের মধ্যে যে ঐক্য দেখিয়েছেন, সেটিকে সম্মান জানাতেই এই বৈঠকের আয়োজন বলে মনে করা হচ্ছে। পাশাপাশি নতুন কোনো পরিকল্পনাও এই বৈঠকে হতে পারে বলে শোনা যাচ্ছে।
বৈঠকে উপস্থিত থাকবেন এনসিপি নেতা শরদ পাওয়ার, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন প্রমুখ। এখান থেকেই নয়াদিল্লিতে বিরোধীদের পরবর্তী বৈঠক আয়োজনের সিদ্ধান্ত নেয়া হবে। সেটি যথাসময়েই করতে চান সোনিয়া গান্ধী।