ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ দল ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকরা। ১৫ জনের দলে ফিরেছেন স্পিন অলরাউন্ডার মেহেদী মিরাজ। ১৪ মাস আগে সর্বশেষ টি-২০ দলে ছিলেন তিনি।
এছাড়া টি-২০ দলে নেওয়া হয়েছে বাঁ-হাতি টপ অর্ডার ব্যাটার পারভেজ ইমনকে। ডাক পেয়েছেন তরুণ বাঁ-হাতি স্পিনার রাকিবুল হাসান। তবে সৌম্য সরকার বাদ পড়েছেন।
কানপুর টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে সাকিব জানিয়ে দেন, তিনি ভারতের বিপক্ষে টি-২০ সিরিজে খেলবেন না। এমনকি ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টি-২০ খেলে ফেলেছেন। তাকে দলে নেওয়া হয়নি। তবে অভিজ্ঞ মাহমুদউল্লাহ আছেন দলে।
ভারতের বিপক্ষে আগামী ৬ অক্টোবর গোয়ালিওরে সিরিজের প্রথম টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ। দিল্লি ও হায়দরাবাদে যথাক্রমে ৯ ও ১২ অক্টোবর হবে বাকি দুই ম্যাচ।
বাংলাদেশের টি-২০ দল: নাজমুল শান্ত (অধিনায়ক), তানজিদ তামিম, পারভেজ ইমন, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, লিটন দাস, জাকের আলী, মেহেদী মিরাজ, শেখ মাহেদী, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম সাকিব, রাকিবুল হাসান।