
মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দলীয় কোন অর্জন এই টেস্টে নেই। তবে অভিজ্ঞ মুশফিকুর রহিম ও তাইজুল ইসলাম দারুণ দুই ব্যক্তিগত অর্জনের সাক্ষী হয়েছেন।
মুশফিকুর রহিম দেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। দ্বিতীয় ইনিংসে ৩৩ রান করে ওই কীর্তি গড়েন তিনি। যখন ক্রিজে নামেন তখন ২৮ রান দরকার ছিল ডানহাতি এই ব্যাটারের। ৯৩ টেস্টে দেশের পক্ষে ছয় হাজার রান করা মুশফিককে ম্যাচ শেষে বিশেষ স্মারক তুলে দিয়েছে বিসিবি।
দেশের দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে ২০০ উইকেট নেওয়ার স্বীকৃতি হাতে তাইজুল। ছবি: বিসিবি
ম্যাচ শেষে তার হাতে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির নির্বাচক এবং বর্তমান নারী ক্রিকেট শাখার প্রধান হাবিবুল বাশার ক্রেস্ট তুলে দেন। বিশেষ স্মারক পেয়েছেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামও। তার হাতে স্বীকৃতির ক্রেস্ট তুলে দেন জাতীয় দলের সাবেক বাঁ-হাতি স্পিনার এবং বিসিবির বর্তমান নির্বাচক প্যানেলের সদস্য আব্দুর রাজ্জাক।
টেস্টে ৩০০ উইকেট নেওয়া প্রোটিয়া পেসার রাবাদার হাতেও ক্রেস্ট তুলে দেওয়া হয়। ছবি: বিসিবি
তাইজুল ইসলাম দেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ২০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। তার আগে ওই কীর্তি ছিল কেবল সাকিব আল হাসানের। তাইজুল ৪৮ টেস্ট খেলে ২০০’র ক্লাবে ঢুকেছেন। দেশের পক্ষে যা দ্রুততম। এছাড়া প্রোটিয়া পেসার কাগিসু রাবাদা ৩০০ টেস্ট উইকেট নেওয়ায় তার হাতে স্মারক তুলে দেন বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম।