প্যারিস অলিম্পিকে চরম নাটকীয় ম্যাচে মরক্কোর কাছে পরাজয়ের পর ফিফা ডিসিপ্লিনারি কমিটির কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। সভাপতি ক্লদিও তাপিয়া এই বিষয়টি নিশ্চিত করেন।অলিম্পিক ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর কাছে নাটকীয়ভাবে ২-১ গোলে হেরে যায় আর্জেন্টিনা।
সেঁত এতিয়েনে ম্যাচের নির্ধারিত সময়ে মরক্কোর বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। তখনই অতিরিক্ত সময় হিসেবে আরও ১৫ মিনিট যোগ করেন রেফারি। তাতেও গোল করে ম্যাচের সমতা ফেরাতে পারেনি তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
আর্জেন্টিনা সমতাসূচক গোলের দেখা পায় বাড়তি সময়ের ১৬তম মিনিটে গিয়ে। এই গোলের পর সবাই ধরে নিয়েছিল ম্যাচটা ২-২ গোলে ড্র হয়েছে। এক পর্যায়ে মরক্কোর সমর্থকেরা মাঠে বোতল ছুঁড়ে মারতে শুরু করলে স্থগিত করা হয় ম্যাচটি। স্থগিত হয়ে যাওয়ার প্রায় দুই ঘন্টা পর খেলোয়াড়েরা আবার মাঠে ফেরে এবং রেফারি আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি ভিএআর অফসাইডের কারণে বাতিল করে। শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় ওতামেন্দি-আলভারেজদের।
এমন ঘটনায় ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি তাপিয়া লেখেন, ‘স্টেডিয়ামে আর্জেন্টাইনরা যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গেল, সেটা আক্ষেপের বিষয়। মরক্কো সমর্থকদের মাঠে প্রবেশের কারণে রেফারির খেলা স্থগিত করা উচিত ছিল। আমরা ফিফা ডিসিপ্লিনারি কমিটিতে আনুষ্ঠানিক অভিযোগ করেছি, যেন দায়ীদের নিষেধাজ্ঞা দেওয়া হয় এবং যথাযথ উদ্যোগ গ্রহণ করা হয়।’