দিল্লিতে একটি বাড়ির নিচে রাস্তায় দাঁড়িয়ে থাকার সময় এক যুবকের মাথার ওপর হঠাৎ ভেঙে পড়ে এসি মেশিনের ইউনিট। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা জানান তিনি আর বেঁচে নেই। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক কিশোর।
গত শনিবার ঘটনাটি ঘটেছে করোলবাগ এলাকায়। মারা যাওয়া যুবকের নাম জিতেশ। তিনি ডোরিওয়ালা এলাকার বাসিন্দা। আহত কিশোরের নাম প্রণশু। তারা দুজনে দ্বিতল ওই বাড়ির নিচে দাঁড়িয়ে গল্প করছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পরেই স্থনীয়রাই দুজনকে হাসপাতালে নিয়ে যান। প্রণশুকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে। ঘটনার দৃশ্য ধরা পড়েছে একটি সিসিটিভি ক্যামেরায়। ফুটেজে দেখা যায়, শনিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিট নাগাদ জিতেশ তার স্কুটারে বসে প্রণশুর সঙ্গে কথা বলছে। সেই সময় ওই এসির আউটডোর ইউনিট দ্বিতীয় তলা থেকে জিতেশের মাথার ওপরে পড়ে। এর ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে, তার বন্ধুও আঘাত পায়। সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
এই ঘটনায় দেশবন্ধু গুপ্ত থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। এছাড়াও ফরেনসিক দল দুর্ঘটনাস্থল পরীক্ষা করেছে। বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ। মরদেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।
পুলিশ জানিয়েছে, প্রণশু এই মামলায় জবানবন্দি দেওয়ার মতো অবস্থায় নেই। কারণ গুরুতর আহত হয়ে সে হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে, এসি থেকে আরও একটি মৃত্যুর ঘটনা ঘটেছে গুরুগ্রামের ভন্ডসিতে।