ফ্রেঞ্চ ফুটবলে প্রথম কঠিন পরীক্ষা দিতে যাচ্ছেন বার্সেলোনা ছেড়ে আসা আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসিকে। রোববার লা লিগায় তার দল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) সফর করতে মার্শেই যাচ্ছে । 
সাবেক দল বার্সেলোনা ক্লাসিকো ম্যাচে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবার কয়েক ঘন্টা পর ‘লে ক্লাসিকো’ নামে পরিচিত প্রতিদ্বন্দ্বিতায় মেসি তার দল নিয়ে নামবে বেলোড্রোমে। এই দুই দলের  মধ্যে প্রতিদ্বন্দ্বিতার এই আমেজ গড়ে উঠেছিল ১৯৯০ এর দশকে। যখন ফরাসি ফুটবলের আধিপত্য ছিল মার্শেইর হােেত। এমনকি ইউরোপেও দাবড়ে বেড়িয়েছে তারা।
ওই সময় কাতারি মালিকানায় এসে সফলতা পেতে থাকে পিএসজি। গত মৌসুমে লিলির কাছে লীগ ওয়ানের শিরোপা হাতছাড়া করার পরও এবারের আসরে নিয়মিত প্রত্যাশা পুরণ করতে পারছে না। 
বিগত এক দশকে দল দুটি আটবার পরস্পরের মোকাবেলা করেছে। তন্মধ্যে সাতটিতেই জয়লাভ করেছে পিএসজি। বিপরীতে হেরেছে একটি মাত্র ম্যাচে। ১-০ ব্যবধানে ওই পরাজয়টি বরণ করতে হয়েছে গত মৌসুমে করোনা মহামারি শুরুর সময় দর্শকশুন্য স্টেডিয়ামে। 
তবে এবার বেলোড্রোম থাকবে দর্শকে পরিপুর্ন। ওই ম্যাচে জয়ের মাধ্যমে পিএসজি তাদের শীর্ষস্থানের পয়েন্ট ব্যবধান আরো এগিয়ে নিতে চাইবে। বর্তমানে ১০ পয়েন্টে এগিয়ে রয়েছে তালিকার শীর্ষ পয়েন্টধারীরা। তালিকার তৃতীয় অবস্থানে থাকা মার্শেইর’র অবশ্য একটি ম্যাচ হাতে রয়েছে।  
সপ্তাহের মধ্যভাগে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আরবি লিপজিগের বিপক্ষে ৩-২ গোলে জয়লাভ করেছে পিএসজি। ওই ম্যাচে জোড়া গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। অবশ্য ৬বারের ব্যালন ডি’অর খেতাব জয়ী তারকা পিএসজির জার্সি গায়ে এ পর্যন্ত যে কয়টি গোল করেছেন তার সব কটিই ইউরোপীয় আসরে। শুধু তাই নয়, লিগ ওয়ানের চেয়ে চ্যাম্পিয়ন্স লিগেই বেশী সময় ধরে খেলেছেন মেসি। 
লিপজিগের বিপক্ষে বাকী গোলটি করেছেন ফরাসি আন্তর্জাতিক কিলিয়ান এমবাপ্পে। এবারের লিগে তিনিই এখনো পর্যন্ত কোচ মরিসিও পচেত্তিনোর প্রধান অস্ত্র হিসেবে কাজ করছেন। কারণ ফর্ম হীনতায় ভুগছেন ক্লাবটির ব্রাজিলীয় সুপার স্টার নেইমার। ইনজুরি কাটিয়ে আসন্ন ম্যাচে মাঠে ফিরতে পারেন নেইমার। 
এদিকে আর্জেন্টিাইন কোচ জর্জ সাম্পাওলির অধীনে লিগে দারুন সময় পার করছে মার্শেই। লীগে ১০ ম্যাচের নয়টিতে জয় পাওয়া ক্লাবটি পিএসজির সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করার সামর্থ্য রাখে। 
পিএসজির মিডফিল্ডার আন্দের হেরিরা বলেন,‘ এটি  কঠিন এবং বিশেষ একটি মুহুর্ত হতে যাচ্ছে। তারা বেশ ভালো ফর্মে আছে। তাই  ম্যাচটি তিন পয়েন্টের চেয়েও বেশী কিছু।’