মিথ্যা ঘোষণায় আমদানি করা বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
বুধবার (১৩ নভেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার মেসার্স মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ থেকে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি অভিযানে ব্র্যান্ড নিউ বিএমডব্লিউ সেভেন সিরিজের ৭৪০-ই মডেলের গাড়িটি জব্দ করা হয়। সংস্থাটির যুগ্ম পরিচালক সাজিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
কাস্টমস গোয়েন্দা জানায়, চট্টগ্রামের নাগোয়া কর্পোরেশন নামের এক আমদানিকারক ২০২০ সালের ৩ মে বিএমডব্লিউ ফাইভ সিরিজের ৫৩০-ই মডেলের ঘোষণায় গাড়িটি ছাড় করেন। অথচ বাস্তবে সেটি ব্রান্ড নিউ বিএমডব্লিউ সেভেন সিরিজের ৭৪০-ই মডেলের গাড়ি ছিল। অর্থাৎ মিথ্যা ঘোষণা ও দলিল জালিয়াতি করে শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে। গাড়িটি মেসার্স মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপে সার্ভিসিংরত অবস্থায় জব্দ করা হয়। যার রেজিস্ট্রেশন নম্বর চট্ট মেট্রো-গ-১৪-১৭৪৫। গাড়িটি শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।
গাড়িটি মিথ্যা ঘোষণা দিয়ে কম মূল্য ঘোষণায় চট্টগ্রাম থেকে আমদানি করে ছাড় করা হয়েছিল। যার মাধ্যমে কাস্টমস আইন, ২০২৩ এর সেকশন ১৮, ৩৩, ৯০, ১২৬ এর আইনের লঙ্ঘন এবং একই আইনের ২ (২৪) অনুসারে চোরাচালান হিসেবে গণ্য হওয়ার অপরাধ সংঘটিত হয়েছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দার তদন্ত দল।