মিসরের প্রত্নতাত্ত্বিকরা ৩ হাজার ২০০ বছরের প্রাচীন তলোয়ারের সন্ধান পেয়েছেন। তলোয়ারটিতে প্রাচীন মিসরের শক্তিশালী রাজা দ্বিতীয় রামসেসের চিহ্ন বিদ্যমান। বহুপ্রাচীন সামরিক দুর্গে খোঁড়াখুঁড়িকালে পাওয়া নিদর্শনগুলোর মধ্যে এই তলোয়ারটি রয়েছে। মিসরের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
দ্বিতীয় রামসের শাসনকাল ছিল খ্রিষ্টপূর্ব ১২৭৯ থেকে ১২১৩ সাল পর্যন্ত। খননস্থলটি আলেকজান্দ্রিয়ার দক্ষিণে উত্তর-পূর্ব মিসরের বেহেরা গভর্নরেটে অবস্থিত। প্রাচীন সামরিক দুর্গটির নাম টেল আল-আবকাইন।রামসেস দ্য গ্রেট নামে পরিচিত ওই রাজা আধুনিক সিরিয়া থেকে সুদান পর্যন্ত নিজ শাসন বিস্তৃত করেন। তিনি ঊনবিংশতম রাজবংশের ফারাও ছিলেন। দ্বিতীয় রামসেসের প্রভাব ও ধনসম্পদ মিসরজুড়ে ছড়িয়ে পড়েছিল। মন্দিরটিতে ২ হাজারটি মেষের মাথা পাওয়া গিয়েছিল। রাজা দ্বিতীয় রামসেসের মূর্তির একটি অংশ পাওয়া যায়। এতে বুক ও মাথা অক্ষত ছিল।
প্রত্নতাত্ত্বিক দলের নেতা ড. আহমেদ সাইদ এল খারাদলি বলেন, তলোয়ারটি প্রাচীন সামরিক দুর্গে সেনাদের অস্ত্রগুদামে রাখা হয়েছিল। তাছাড়া অন্যান্য নিদর্শনের মধ্যে খাদ্য, মৃৎপাত্র, মাছ ও পশুর হাড়, রান্নার পাত্র, হাতির দাঁত, বয়াম এবং লাল-নীল পুঁতি রয়েছে। তাছাড়া দ্বিতীয় রামসেসের একটি হায়ারোগ্লিফিক শিলালিপিও পাওয়া যায়।মিসরীয় সরকার জানিয়েছে, লিবিয়ার উপজাতি ও সাগর থেকে উঠে আসা দস্যুদের আক্রমণ থেকে রক্ষায় মিসরের উত্তর-পশ্চিম সীমানা রক্ষার জন্য প্রাচীন দুর্গটি নির্মাণ করা হয়েছিল। ওয়াশিংটন পোস্ট।