বাগেরহাটে বেড়েই চলেছে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি। শুক্রবার বাগেরহাট জেলায় নুতন করে ১২২ জনের নমুনা পরীক্ষায় ৬৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বাগেরহাট জেলায় এখন শনাক্তের হার ৫৩ দশমিক ২৮ ভাগ।
বাগেরহাটের ৪টি উপজেলায় করোনা শনাক্তের হার ৭৫ থেকে ৬১ শতাংশের ঊর্ধ্বে। এর মধ্যে মোংলা উপজেলায় করোনা শনাক্তের হার ৭৫ শতাংশ, বাগেরহাট সদরের ৬৩ দশমিক ১৬ শতাংশ, মোল্লাহাটে ৬১ দশমিক ৫৪ শতাংশ, শরণখোলায় ৬১ দশমিক ১১ শতাংশ।বাগেরহাট জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ২৪ জন, শরণখোলায় ১১ জন, মোল্লাহাটে ৮ জন, কচুয়ায় ৩ জন, ফকিরহাটে ১১ জন, চিতলমারীতে ১ জন ও মোংলা উপজেলায় ৬ জন। এনিয়ে এখন পর্যন্ত জেলায় ৩১ হাজার ২৮৪ জনের নমুনা পরীক্ষায় ৭ হাজার ৬৪৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে বাগেরহাটে সরকারি হিসেবে মৃত্যু হয়েছে ১৪৪ জনের। এসময়ে সুস্থ হয়েছে ৬ হাজার ৯৬০ জন।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন বলেন, জেলার ৯টি উপজেলার মধ্যে ৭টিতে ১২২ জনের নমুনা পরীক্ষায় ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা স্বাস্থ্যবিধি উপেক্ষা করে অবাধে চলাফেরা করার কারণে দ্রুত সংক্রমণ বাড়ছে। এটাকে নিয়ন্ত্রণের জন্য জেলা প্রশাসনের সহযোগিতায় চেষ্টা চালানো হচ্ছে। বাগেরহাটে করোনা সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান জেলা সিভিল সার্জন।
পি এস/এন আই