এই সাইটটি ভিজিটের মাধ্যমে এই সাইটের সকল প্রাইভেসি শর্তসমূহ আপনি সমর্থন করছেন
Accept
Protidin Shebok NewsportalProtidin Shebok Newsportal
Notification Show More
Aa
  • জাতীয়
    • ঢাকা
    • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • খুলনা বিভাগ
    • উপজেলা
    • খুলনা জেলা
    • বাগেরহাট
    • সাতক্ষীরা
    • যশোর
    • মাগুরা
    • চুয়াডাঙ্গা
  • খেলাধুলা
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সোশ্যাল মিডিয়া
    • রুপচর্চা
    • ধর্ম
    • সফলদের গল্প
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • আদালত
    • চাকরি-বাকরি
    • টেক নিউজ
    • বিচিত্র
    • ফিচার
  • বিনোদন
Reading: যবিপ্রবি উপাচার্য ও অনুসারীদের পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম
Aa
Protidin Shebok NewsportalProtidin Shebok Newsportal
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খুলনা বিভাগ
  • খেলাধুলা
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • বিনোদন
খুঁজুন
  • জাতীয়
    • ঢাকা
    • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • খুলনা বিভাগ
    • উপজেলা
    • খুলনা জেলা
    • বাগেরহাট
    • সাতক্ষীরা
    • যশোর
    • মাগুরা
    • চুয়াডাঙ্গা
  • খেলাধুলা
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সোশ্যাল মিডিয়া
    • রুপচর্চা
    • ধর্ম
    • সফলদের গল্প
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • আদালত
    • চাকরি-বাকরি
    • টেক নিউজ
    • বিচিত্র
    • ফিচার
  • বিনোদন
Follow US
Protidin Shebok Newsportal > Blog > খুলনা বিভাগ > যশোর > যবিপ্রবি উপাচার্য ও অনুসারীদের পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম
খুলনা বিভাগযশোর

যবিপ্রবি উপাচার্য ও অনুসারীদের পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম

Last updated: ২০২৪/০৮/২০ at ১০:৩১ অপরাহ্ণ
সিনিয়র এডিটর Published আগস্ট ২০, ২০২৪
Share
SHARE

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, রেজিস্ট্রারসহ উপাচার্যের অনুসারীদের আগামি ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগ করার আল্টিমেটাম দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা।

একই সাথে বেঁধে দেওয়া সময়ের মধ্যে উপাচার্য সম্মানের সঙ্গে পদত্যাগ না করলে তাকেও শেখ হাসিনার মতো অবস্থার সম্মুখিন হতে হবে বলে হুশিয়ারি দেন তারা। এর আগে সকালে ভিসিসহ তার অনুসারীদের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের কর্মসূচির অংশ হিসাবে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্র-ছাত্রীরা। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ভিসির পদত্যাগসহ তার অনিয়ম দুর্নীতির বিচারের দাবি তোলেন। একই সাথে ভিসিকে স্বৈরাচার ও শেখ হাসিনার দালাল আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগানও দেয়া হয়। এদিকে, পদত্যাগ দাবির পর থেকে স্বশরীরে ক্যাম্পাসে উপস্থিত হচ্ছেন না ভিসিসহ তার অনুসারীরা। ফলে থমকে গেছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। শিক্ষার্থীরা আন্দোলনে থাকায় নিয়মিত একাডেমি পরীক্ষা ও পাঠদান বন্ধ রয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, তাদের আল্টিমেটামকে আমি গুরুত্ব দিচ্ছি না। ইতোমধ্যে আমি পদত্যাগ করার সিন্ধান্ত নিয়েছি। পদত্যাগ পত্র সাক্ষরও করেছি। কিন্তু চলমান ২৪টা বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার সমন্বয়ক আমি। শিক্ষার্থীদের আমানতের দায়িত্ব থেকে করতে পারছি না। সময় হলেই সংশ্লিষ্ঠ দপ্তরে আমার পদত্যাগ জমা দেবো। কিন্তু শিক্ষার্থীদের লেখা পদত্যাগে আমি সাক্ষর করবো না।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, আমার পদত্যাগের জন্য আন্দোলন করতে হবে না। ধারণা করছি চলতি সপ্তাাহেই দেশের সকল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সরিয়ে দেবে সংশ্লিষ্ঠ দপ্তর। ফলে শিক্ষার্থীদের পড়াশুনায় মনোযোগ দিয়ে দেশ গড়ার কাজে মনোনিবেশ করার পরামর্শ দেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিকালে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জানানো হয়, অধ্যাপক ড. আনোয়ার হোসেন ২০১৭ সালের ২০ মে ভাইস চ্যান্সেলর পদে যোগদান করেন। চাকরির প্রথম মেয়াদে তার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। তার বিরুদ্ধে ৫৫ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে তিনি ২০২১ সালের ১৯ মে ভিসি পদের মেয়াদ শেষ করেন। এরপর একই বছরের ১ জুন দ্বিতীয় মেয়াদে ভিসির দায়িত্ব পান তিনি।

অভিযোগ উঠেছে, নানা দুর্নীতির মধ্যে তিনি যবিপ্রবির ১৪টি লিফট স্থাপন করে ১০ কোটি টাকার অনিয়ম করে আলোচিত হন। তার অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন খোদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এরপর শেখ হাসিনা শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। একে একে দেশের দুনীর্তিবাজ ভিসি ও কর্মকর্তারা পদত্যাগ করে বিশ্ববিদ্যালয়গুলো কলঙ্কমুক্ত করেছেন। কিন্তু যবিপ্রবির ভিসি আন্দোলনের পরেও তার চেয়ার আঁকড়ে ধরে রয়েছেন। আমরা আর এই দুনীর্তিবাজ ও রাজনীতিক দলের দালালের অধীনে কোন কার্যক্রম চাই না বলে আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছে।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাদেকা শাহানী ঊর্মি বলেন, আমরা যখন বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করি। তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবাসে বহিরাগত, বহিস্কারকৃত ছাত্রলীগ নেতাকর্মীরা এসে আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থীকে মারধর করে। তখন ভিসি আমাদের নিরাপত্তা দিতে এগিয়ে আসেননি। তিনি যখন তার শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব দিতে পারেননি, তখনই তিনি ভিসির দায়িত্ব থেকে সরে দাড়ানো উচিত ছিলো। কিন্তু তিনি তার দুনীর্তির তথ্য লোপাট করতে পদত্যাগ করছেন না। আমরা গত দুই সপ্তাহ থেকে আন্দোলন করছি, সেই আন্দোলনের কোন গুরুত্ব না দিয়ে তিনি তার পদেই আছেন। এই দুনীর্তিবাজ ভিসি ও রেজিস্টারসহ তার অনুসারীরা যদি ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগ না করে, তবে তার অবস্থা শেখ হাসিনার মতোই হবে। একইসাথে আমরা জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টাদের কাছে স্মারকলিপি দেবো।

ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইজ্ঞিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সজীব হোসেন বলেন, এই ক্যাম্পাসে যে সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী যারা দুর্নীতির মাধ্যমে চাকরি নিয়েছেন তাদেরকেও স্বসম্মানে পদত্যাগের দাবি জানাই। শিক্ষার্থীদের পূর্ণ মতপ্রকাশের স্বাধীনতা দিতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয় একটি গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়, তাই আমরা এই ক্যাম্পাসে কোন ধরণের রাজনীতি চাই না। সাধারণ শিক্ষার্থীদের দিয়ে ছাত্র সংসদ নির্বাচিত করে তারাই ক্যাম্পাসে শিক্ষার্থীদের দাবি আদায়ে কাজ করবে।

পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ উসামাহ বলেন, আমাদের একটাই দাবি আমরা শেখ হাসিনা সরকারের মদদপুষ্ট দালাল ভিসি চাইনা। কারণ উনি কখনোই শিক্ষার্থীবান্ধব উপাচার্য ছিলেন না। আমরা উপাচার্যসহ সকল দালাল সিন্ডিকেটকে বলতে চাই আপনারা স্বসম্মানে পদত্যাগ করুন। তা না হলে শিক্ষার্থীরা কি করতে পারে, সেটা বোঝা আপনাদের বাকি নেই। আপনারা শেখ হাসিনার মাধ্যমে নিয়োগ পেয়েছেন। তার মতোই আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শিক্ষার্থী আকিব ইবনে, হাবিব আহমেদ শান্ত, সিয়ামুল ইসলাম, আবু দাউদ মহির, ফারজানা ইয়াসমিন কেয়া, অরত্রিকা হক শ্রেষ্ঠা।

উল্লেখ্য, গত মঙ্গলবার থেকে শিক্ষার্থীরা উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, প্রক্টর, রিজেন্ট বোর্ড সদস্য ড. ইকবাল কবির জাহিদসহ উপাচার্যের অনুসারীদের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে। ওইদিন একই দাবিতে যবিপ্রবিতে বঙ্গবন্ধু ম্যুারাল, শেখ হাসিনা ম্যুারাল, বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের বঙ্গবন্ধুর নাম ও বঙ্গবন্ধু একাডেমিকের গ্যালারির সামনে ছবি ভাস্কর্য্য ভাঙচুর করে বিক্ষুদ্ধ ছাত্ররা। পরের দিন কর্মসূচি থেকে ভিসির বাসা ও প্রশাসনিক ভবনে তালা মেরে দেয় শিক্ষার্থীরা। এছাড়া, উপচার্যের কুশপুত্তলিকা পুড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। চলমান আন্দোলনের প্রেক্ষিতে সোমবার বিকালে পদত্যাগ পত্র জমা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি। এছাড়া পদত্যাগ পত্র জমা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদ এবং উপাচার্যের একান্ত সচিব আব্দুর রশিদও।

এদিকে, মঙ্গলবার দুপুরে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনিছুর রহমান, শহীদ মশিয়ূর রহমান হলের প্রভোস্ট ড. তানভীর ইসলামসহ হলটির সকল সহকারী প্রভোস্টবৃন্দ।

You Might Also Like

খুলনাকে বাসযোগ্য নগরীতে রূপান্তরে সমন্বয় সভা অনুষ্ঠিত

ইরানের পাশে মুসলিম উম্মাহ: ইসরাইল-আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে খুলনায় মানববন্ধন

খুলনা প্রেসক্লাবের সদস্য সামছুজ্জামান শাহীনের মায়ের মৃত্যুতে খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক প্রকাশ

খুলনাকে বদলে দিচ্ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঐতিহ্যবাহী চুইঝাল

খুলনায় একদিনে দুই লাশ উদ্ধার

সিনিয়র এডিটর আগস্ট ২০, ২০২৪ আগস্ট ২০, ২০২৪
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক ও সম্পাদক– আলি আবরার 

নিউজরুম – শেরে বাংলা রোড, নিরালা, খুলনা

যোগাযোগ–  ৮৮০২৪৭৮৮৪৫৩২৬

 protidinshebok@gmail.com, mail@protidinshebok.com

Protidin Shebok NewsportalProtidin Shebok Newsportal

Developed by Proxima Infotech and Ali Abrar

Welcome Shebok Admin

SIgn in Protidin Shebok as an Administrator

Lost your password?