যশোরে পাঁচ বছর বয়সী এক শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় আবদুল হাকিম (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শুক্রবার (৪ ফেব্রুয়ারি) যশোর শহরের মুজিব সড়কের রেলগেটে এ দুর্ঘটনাটি ঘটে।
মৃত আবদুল হাকিম যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ার আবদুর রশিদের ছেলে। যশোরের হাঁটার সাথী নামে একটি সংগঠনের সদস্য ছিলেন তিনি।
জানা গেছে, রেল লাইনের ওপর দিয়ে বাড়িতে যাচ্ছিল ৫ বছর বয়সী এক শিশু। এসময় খুলনা থেকে বেনাপোলগামী বেতনা এক্সপ্রেস ট্রেন দ্রুত গতিতে ছুটে আসছিল। বিষয়টি দেখতে পেয়ে ওই শিশুকে বাঁচাতে এগিয়ে আসেন আবদুল হাকিম। রেল লাইনের ওপর উঠে ছেলেটিকে রক্ষা করতে পারলেও নিজের জীবন রক্ষা করতে পারেননি তিনি। ট্রেনের ধাক্কায় প্রাণ হারান এই ব্যবসায়ী।
নিহতের ভাই রফিকুল ইসলাম বলেন, আমার ভাইয়ের ঘড়ির দোকান আছে। যশোরের হাঁটার সাথী নামে একটি সংগঠনের সদস্য তিনি। প্রতিদিনের মতো ভোরে সংগঠনের অন্য সদস্যদের সঙ্গে হাঁটতে বের হন। হাঁটা শেষে সকাল সাড়ে ৮টার দিকে রেলেগেট পার হচ্ছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা বেতনা এক্সপ্রেস ট্রেনটি যাচ্ছিল। হঠাৎ একটি শিশু রেললাইনে উঠে পড়ে। শিশুটিকে বাঁচাতে রেললাইনে উঠে পড়েন তিনি। তবে তাকে টেনে রেললাইনের বাইরে নিয়ে আসতে পারলেও পা পিচলে পড়ে যান। এতে মাথায় ট্রেনের ধাক্কা লাগে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যশোর রেলওয়ে পুলিশ (জিআরপি) ফাঁড়ির এস আই শহিদুল ইসলাম বলেন, খুলনা থেকে বেনাপোলগামী বেতনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আবদুল হাকিম মারা গেছেন। যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পিএসএন/এমঅাই