চীন সংশ্লিষ্ট এক হ্যাকিং দলের বিভিন্ন মার্কিন টেলিকম কোম্পানির ওপর গুপ্তচরবৃত্তি করার বিষয়ে নতুন প্রতিবেদন প্রকাশ অব্যাহত রয়েছে। দলটির মূল লক্ষ্য মার্কিন কর্মকর্তা ও প্রচারণা কর্মীরা।
ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদনে লিখেছে, আগের রিপোর্টের চেয়েও হ্যাকারদের বিচরণ অনেক বেশি ছিল এবং এটি সম্ভাব্য হাজার হাজার মার্কিন নাগরিকের যোগাযোগকে প্রভাবিত করেছে।এফবিআই সন্দেহ করছে, ‘সলট টাইফুন’ নামে পরিচিত হ্যাকার দল মানুষের কল লগ ও এসএমএস বার্তা হাতে পেয়েছে। এ নিয়ে গত সপ্তাহে প্রতিবেদন প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস। হ্যাকাররা কূটনৈতিক, সরকারি কর্মকর্তাদের ফোনের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুটি বড় দলের সঙ্গে যুক্ত ব্যক্তিদের লক্ষ্যবস্তু বানিয়েছিল বলে জানা গেছে।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুসারে, সম্ভবত কোনো চীনা গোয়েন্দা সংস্থার জন্য কাজ করা এ হ্যাকাররা মার্কিন টেলিকম অবকাঠামোয় আট মাস বা তারও বেশি সময়ধরে ‘নাড়াচাড়া’ করেছে ।এই হ্যাকিংয়ের শিকারদের সঙ্গে যোগাযোগ করা হাজার হাজার লোকের তথ্য চুরি যেতে পারে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।
জার্নাল আগের এক প্রতিবেদনে নিশ্চিত করেছে, মার্কিন রাজনীতি ও জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত কয়েক ডজন নির্বাচিত ব্যক্তির মধ্যেই হ্যাকারদের টার্গেট সীমাবদ্ধ ছিল।তবে, হ্যাকারদের লক্ষ্য হওয়া টেলিকম কোম্পানির গ্রাহক, এমন যে কারো তথ্য হাতিয়ে নেওয়ার সুযোগ ছিল বলে উল্লেখ রয়েছে প্রতিবেদনে। এদের মধ্যে রয়েছে মার্কিন টেলিকম কোম্পানি এটিঅ্যান্ডটি এবং ভেরাইজন।এসব প্রতিবেদন প্রসঙ্গে কোম্পানি দুটি কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করেছে এনগ্যাজেট।