ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্টন থানায় যুবদল নেতা নবীন তালুকদার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলকে। তাদের ১০ দিন করে রিমান্ড চাইবে পুলিশ।
বুধবার (২১ আগস্ট) দুপুরে এ তথ্য জাগো নিউজকে নিশ্চিত করেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেন্টু মিয়া।
তিনি বলেন, পল্টন থানার যুবদল নেতা নবীন তালুকদার হত্যা মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলকে গ্রেফতার দেখানো হয়েছে। দুপুরে মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে আদালতে তুলে তাদের প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড চাওয়া হবে।
এর আগে মঙ্গলবার রাতে সোহায়েলকে বনানী থেকে ও আহমদ হোসেনকে গুলশান এলাকা থেকে গ্রেফতার করে ডিবি। পরে তাদের রাতে ডিবি কার্যালয়ে রাখা হয় হয় নিরাপত্তার স্বার্থে।