ক্যারিয়ারের শেষ পর্যায়ে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে হয়তো আর বেশি দিন দেখা যাবে না তাকে। তবে তার উত্তরসূরি হিসেবে উঠে আসতে পারেন তার ছেলে, রোনালদো জুনিয়র। মাত্র ১৪ বছর বয়সেই প্রতিভার ছাপ রেখেছেন তিনি, খেলেছেন জুভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটেডের জুনিয়র দলে। বর্তমানে বাবার ক্লাব আল নাসরের যুব দলে খেলছেন এই কিশোর।
এবার আলোচনা চলছে, রোনালদো জুনিয়র ভবিষ্যতে কোন জাতীয় দলের হয়ে খেলতে পারেন? স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, স্পেন, কেপ ভার্দে এবং পর্তুগালের জার্সি গায়ে তোলার সুযোগ রয়েছে তার।
২০১০ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে জন্ম নেওয়ায় দেশটির হয়ে খেলার যোগ্যতা রাখেন তিনি। তবে রোনালদো সম্ভবত চান না তার ছেলে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করুক।
দুই মেয়াদে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলার সুবাদে ইংল্যান্ডের হয়েও খেলার সুযোগ আছে তার ছেলের। অন্যদিকে, জন্ম যুক্তরাষ্ট্রে হলেও রোনালদো জুনিয়রের শৈশব কেটেছে স্পেনে। আইন অনুসারে, ১০ বছরের নিচের কেউ যদি অন্তত তিন বছর স্পেনে বসবাস করে, তবে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে। সে হিসেবে স্পেনের হয়েও খেলতে পারেন তিনি।
এছাড়া, রোনালদো জুনিয়রের নানার বাড়ি আফ্রিকার কেপ ভার্দেতে। ফলে সে দেশটির হয়েও প্রতিনিধিত্ব করার সুযোগ আছে তার। তবে শেষ পর্যন্ত বাবার মতো পর্তুগালের জার্সিতেই দেখা যেতে পারে তাকে, যেটি হয়তো রোনালদোরও চাওয়া।