
সাধারণত কোনো পুরুষের দুই সঙ্গী থাকলে তাকে খারাপ চোখে দেখা হয়। তবে বিশ্বে এমন এক শহর রয়েছে যেখানে এক পুরুষের একাধিক নারী সঙ্গী না থাকলে লজ্জা পেতে হয়। এতে তাদের সঙ্গীদেরও আপত্তি থাকে না। এমনকি পুরুষ সঙ্গী বেকার হলে খরচ চালান তার প্রেমিকারা।
এমন অবস্থার কারণে এই শহরের পুরুষদের ‘বহুগামী’ বলা হয়ে থাকে। তবে সেখানকার পুরুষদের দাবি, সমাজের স্বার্থেই নাকি তাঁদের প্রত্যেকের দুই থেকে তিন জন করে প্রেমিকা রয়েছে।
শহরটি অবস্থিত চীনে। দেশটির গুয়াংডং প্রদেশের ডনগুয়ান শহরে রয়েছে এসব রীতি। এই রীতির পেছনে আসলে নারী পুরুষের সংখ্যার অনুপাত। শহরটিতে প্রতি ১০০ জন নারীর বিপরীতে পুরুষ রয়েছেন ৮৫ জন।
এই শহরে মহিলাকর্মীর খোঁজে আসে বিভিন্ন সংস্থা। কর্মী হিসাবে এখানকার মহিলাদের দক্ষতাও অনেক বেশি।
লি বিন নামের এক ব্যক্তি বলেন, ‘এই শহরে কাজের থেকে প্রেমিকা খুঁজে পাওয়া অনেক সহজ। আমার তিন জন বান্ধবী রয়েছে। একে অপরের সঙ্গে পরিচিত তারা।’
জিয়াও লিন নামে আরেকজন বলেন, ‘এখানকার নারীরা শ্রমিকরা যেমন সুন্দরী, তেমন মিশুক। এর পরেও কেন একাধিক বান্ধবী থাকবে না?’
ডনগুয়ানে বহু পুরুষই কাজ পান না। নয়তো সামান্য রোজগার করেন। তাদের খরচ চালান বান্ধবীরাই। অনেক চেষ্টার পরেও চাকরি পাননি এয়ি। বেকার এই যুবক বলেন, ‘ডনগুয়ানে প্রচুর মহিলা রয়েছেন, যাদের চাকরি নিয়ে কোনও সমস্যা নেই। তারা শুধু এক জন পুরুষ চান।’
সূত্র: মিরর