হাসপাতালে ভর্তি করা হয়েছে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তকে। গতকাল সোমবার হৃদরোগে আক্রান্ত হলে তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সোমবার হৃদরোগে আক্রান্ত হলে রজনীকান্তকে ভর্তি করা হয় চেন্নাইয়ের একটি হাসপাতালে। তবে তার অবস্থা এখন স্থিতিশীল। হাসপাতাল বা পরিবারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।
প্রায় এক দশক আগে সিঙ্গাপুরে কিডনি প্রতিস্থাপন করিয়েছিলেন রজনীকান্ত। এদিকে সম্প্রতি স্বাস্থ্যও কথা শুনছে বলে অবসর নিয়েছেন রাজনীতি থেকে। এরইমধ্যে নতুন করে স্বাস্থ্যগত জটিলতায় পড়লেন অভিনেতা।
দক্ষিণি সিনেমার সবচেয়ে বড় তারকা রজনীকান্ত। দক্ষিণীরা ভালোবেসে তাকে ডাকেন ‘থ্যালাইভা’ যার অর্থ স্যার। ক্যারিয়ারে ১৬৯টি সিনেমায় অভিনয় করেছেন। গত বছর বিরতি ভেঙে ফেরেন ‘জেলার’ নিয়ে। রোজ গড়ে এক শ কোটি করে আয়ের ঝুলিতে তুলেছে ছবিটি। মুক্তির অপেক্ষায় আছে এই অভিনেতার সিনেমা ‘ভেট্টিয়ান’।