বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী অনুষ্ঠান এবং লোকমেলা’র দ্বিতীয় দিনে আলোচনা সভা আজ (বৃহস্পতিবার) খুলনা ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিতান কুমার মন্ডল।
অতিথিরা বলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ছিলেন বাংলা সাহিত্যের একজন দিকপাল। আধুনিক বাংলা সাহিত্য যার ওপরভিত্তি করে বিকাশ লাভ করেছে তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ছিলেন কবিদের কবি। কবিতা ও গান ছাড়াও তিনি উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ ও নাটক রচনা করেছিলেন। তাঁরা আরও বলেন, মহান মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখনী মুক্তিবাহিনীকে উদ্বুদ্ধ করেছিলো। তিনি জমিদার বংশের হলেও গরীব দুঃখী মানুষের কথা ভাবতেন।
জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তানভীর দুলাল। ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীম জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফুলতলা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম ও প্রেসক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।