প্রথম ইনিংসে পাকিস্তানের করা ৪৪৮ রানের জবাবে শেষ বিকেলে প্রথম ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। টাইগারদের হয়ে ইনিংস উদ্বোধন করেন সাদমান ইসলাম ও জাকির হাসান। তবে দুই ওপেনার কোনো ঝুঁকি নেননি। দেখেশুনেই শেষ বিকেলের ১২ ওভার কাটিয়ে দিয়েছেন তারা। বাংলাদেশ দ্বিতীয় দিন শেষ করেছে বিনা উইকেটে ২৭ রানে। সাদমান ১২ আর জাকির ১১ রানে অপরাজিত আছেন।
পাকিস্তানের চেয়ে এখনও সফরকারী বাংলাদেশ ৪২১ রানে পিছিয়ে রয়েছে। সাদমান ২ চারে ১২ ও জাকির ১ চারে ১১ রান নিয়ে অপরাজিত আছেন। তারা দুজন আগামীকাল শুক্রবার তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন।
এর আগে ৬ উইকেট হারিয়ে ৪৪৮ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। আফ্রিদি ২৪ বলে ২৯ ও ক্যারিয়ার সেরা ইনিংসে রিজওয়ান ২৩৯ বলে ১৭১ রানে অপরাজিত থাকেন। ডাবল সেঞ্চুরি হতে রিজওয়ান ২৯ রান দূরে থাকলেও সেটির জন্য অপেক্ষা করেননি শান মাসুদ।
গতকাল বৃষ্টিবিঘ্নিত দিনে ৪ উইকেট নিতে পারলেও আজ দুই সেশনেরও বেশি সময় বোলিং করে ২টি উইকেট নিয়ে সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে। বল হাতে শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান।