সেলিব্রেটি ক্রিকেট লীগে মারামারির পর অভিযুক্তের তালিকায় উঠে আসে অভিনেতা শরিফুল রাজের নাম। মারামারিতে আহত অভিনেত্রী রাজ রিপা সামাজিক মাধ্যমে ও গণমাধ্যমের সামনে অভিযোগ তোলেন রাজ তার গায়ে আঘাত করেন এবং তার ক্যারিয়ার ধ্বংসের হুমকি দেন। এছাড়া চিত্রনায়ক জয় চৌধুরী জানিয়েছিলেন মৌসুমী হামিদের আহত হওয়ার কথা।
এবার বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে মুখ খুললেন মৌসুমী হামিদ। রাজকে নিয়ে নতুন তথ্য দেওয়ার পাশাপাশি জানিয়েছেন, তিনি আহত হননি।
নিজের ফেসবুকে মৌসুমী লিখেছেন, ‘আমি আহত হইনি। কে বা কারা এই বিভ্রান্তি ছড়াচ্ছেন আমি জানি না । রাজ বোতল ছুড়ে মেরেছিলেন ফ্লোরে । বোতলটা ফেটে আমার গায়ে পানি লেগেছে মাত্র। আমি নিজে এটা নিয়ে কোনো অভিযোগ করিনি। কারণ আমি দেখেছি আমাকে বা অন্য কাউকে উদ্দেশ্য করে বোতলটা তিনি মারেননি।ও বরং যারা উত্তেজিত ছিল তাদের কে ঠেকানোর চেষ্টাও করছিল।শুধু শুধু কেন বারবার ছড়ানো হচ্ছে এটা আমি জানি না।’
এরপর তিনি লেখেন, ‘কাল (৩০ সেপ্টেম্বর) থেকে এখন পর্যন্ত অসখ্য মানুষ আমাকে কল দিয়েছেন যারা আমাকে ভালবাসেন। সবাই চিন্তিত হয়েই কল দিয়ে খবর নিচ্ছেন আমি ঠিক আছি কি না। আমি নিজেও ভাবিনি এত মানুষ আমাকে ভালোবাসেন। আমরা সবাই মানুষ এবং প্রতিটি মানুষই আলাদা মানুষ।’
এদিকে ঘটনার পর থেকেই বিষয়টি সরব রাজ রিপা। বিষয়টিকে ইঙ্গিত করে মৌসুমী লিখেছেন, ‘আপনাদের কাছে অনুরোধ একজনকে দিয়ে সবাইকে বিবেচনা করবেন না। আর বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না। সকলের জন্য শুভকামনা ও ভালোবাসা।’
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) মোস্তফা কামাল রাজ ও দীপংকর দীপনের দলের মধ্যে খেলা চলাকালীন মাঠে চরম উত্তেজনা বিরাজ করে। মাঠের বাইরে থাকা দুইদলের সতীর্থদের মধ্যেও ছড়িয়ে পড়ে এই উত্তাপ। এরপরই দুই পক্ষের শুরু হয় হাতাহাতি। রাত সাড়ে ১১টার দিকে গিয়ে দ্বিতীয় দফায় শুরু হয় মারামারি। এতে আহত হন ছয়জন। তারা হলেন—শিশির সরদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ। তাদের রাজধানীর জাতীয় অর্থোপেডিক্স হসপিটালে ভর্তি করানো হয়।