ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের রাতের ভোটের কারিগরদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার একচ্ছত্র আধিপত্য বিস্তার করে প্রধান বিরোধী দল বিএনপিসহ অন্যান্য দলকে পাশ কাটিয়ে ২০১৮ সালে একচেটিয়াভাবে একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠান করেছিল। জনগণের বিরাট একটি অংশকে ভোটের বাইরে রাখা হয়েছিল। গোপনে দিনের ভোটে (ব্যালটে) সিল মারা হয় রাতে। ভোটের দিনেও প্রকাশে জালভোট দেওয়ার ঘটনা ঘটেছিল।
২০১৮ সালের ওই নির্বাচনে নির্বাচন কমিশন আইনসহ সংশ্লিষ্ট অন্যান্য আইন লঙ্ঘন করা হয়েছে। দেশে-বিদেশে বিতর্কিত নির্বাচন হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিল। নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে। আওয়ামী লীগের শীর্ষস্থানীয়সহ বিভিন্ন পর্যায়ের নেতাদের হাতে জিম্মি হয়ে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে প্রার্থীদেরকে এমপি হতে হয়েছে।
নির্বাচন কমিশন আইন লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহার আর্থিক লেনদেনের মাধ্যমে ভোট জালিয়াতির একটি অভিযোগ এরই মধ্যে জমা পড়ে দুদকে। কমিশন অভিযোগটি আমলে নিয়ে বুধবার অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। গতকাল দুদক মহাপরিচালক ও মুখপাত্র আক্তার হোসেন এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান।
অভিযোগে বলা হয়, ২০১৮ সালের সংসদ নির্বাচনে ভোট জালিয়াতি, কারচুপির মাধ্যমে কিছু কিছু কেন্দ্রে ৯০ শতাংশের বেশি ভোট দেখানো হয়েছিল। ওই সময় তথ্য-প্রমাণসহ বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচারিত হয়েছিল।
সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সার্বিক ব্যবস্থাপনায় প্রতিটি বিভাগীয়, মহানগর, জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগের সকল নেতাকর্মী নজিরবিহীন জাল ভোটে অংশ নিয়েছিল। একই সঙ্গে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা যেমন, পুলিশের সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, র্যাবের সাবেক প্রধান বেনজীর আহমেদ, পুলিশের সাবেক আইজিপি শহিদুল হক, সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকি, সাবেক জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা প্রয়াত এইচটি ইমাম, ওই সময়কার সাবেক জেলা প্রশাসকরা, জেলা রিটার্নিং কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিইজি, পুলিশ সুপার, থানার অফিসার ইনচার্জ, জেলা/উপজেলা নির্বাচন কর্মকর্তা, প্রিসাইডিং অফিসারসহ নির্বাচনের সাথে সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তার যোগসাজস ছিল ওই কারচুপির নির্বাচনে।
অভিযোগটি অনুসন্ধানের জন্য পাঁচ সদস্যের বিশেষ টিম গঠন করা হয়েছে। অভিযোগ বিষয়ে বিভিন্ন ভিডিও, দেশি-বিদেশি গণমাধ্যমের প্রচারিত সংবাদ এবং নির্বাচনের ফলাফল শিট পরীক্ষা-নিরীক্ষা এবং প্রয়োজনীয় অন্যান্য কার্যক্রম সম্পন্ন করে অনুসন্ধান কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে। পর কমিশন অভিযুক্তদের বিরুদ্ধে আইনি সিদ্ধান্ত নেবে।