চলমান যুদ্ধে রাশিয়াকে প্রতিরোধে আধুনিক জঙ্গি বিমান ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র চাচ্ছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা দেশগুলোর প্রতি এসব সামরিক সহায়তা সরবরাহের আহ্বান জানিয়েছেন। ইউক্রেনকে যুক্তরাষ্ট্র ও জার্মানির উন্নতমানের ভারী ট্যাংক সরবরাহ করার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি এমন দাবি পেশ করেন।

বুধবার এক ভিডিও বক্তৃতায় জার্মানি এবং আমেরিকার প্রেসিডেন্টকে ট্যাংক পাঠানোর জন্য জেলেনস্কি ধন্যবাদ জানান। এরপরই তিনি নতুন করে যুদ্ধের জন্য প্রয়োজনীয় অস্ত্রের ফিরিস্তি তুলে ধরেন। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার বিরুদ্ধে জিততে হলে ইউক্রেনের হাতে যুদ্ধবিমান এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র থাকা জরুরি।


দীর্ঘ দিন ধরে ইউক্রেন তার মিত্র আমেরিকা ও জার্মানির কাছে আব্রামস এবং লেপার্ড-টু ট্যাংক দাবি করে আসছিল। কিন্তু দু’দেশই রহস্যময় কারণে এসব ট্যাংক দেওয়া থেকে বিরত থাকে। তবে গতকাল দু’দেশ আনুষ্ঠানিকভাবে আব্রামস এবং লেপার্ড ট্যাংক দিতে রাজি হয়েছে।

আমেরিকা ও জার্মানির ট্যাংক সরবরাহ করার ঘোষণায় রাশিয়া ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, এই সমস্ত আধুনিক ট্যাংক ধ্বংস করা হবে।

সূত্র : আল-জাজিরা