এই সাইটটি ভিজিটের মাধ্যমে এই সাইটের সকল প্রাইভেসি শর্তসমূহ আপনি সমর্থন করছেন
Accept
Protidin Shebok NewsportalProtidin Shebok Newsportal
Notification Show More
Aa
  • জাতীয়
    • ঢাকা
    • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • খুলনা বিভাগ
    • উপজেলা
    • খুলনা জেলা
    • বাগেরহাট
    • সাতক্ষীরা
    • যশোর
    • মাগুরা
    • চুয়াডাঙ্গা
  • খেলাধুলা
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সোশ্যাল মিডিয়া
    • রুপচর্চা
    • ধর্ম
    • সফলদের গল্প
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • আদালত
    • চাকরি-বাকরি
    • টেক নিউজ
    • বিচিত্র
    • ফিচার
  • বিনোদন
Reading: রিসার্চ ইন্সটিটিউট না হওয়ায় এখনো পরিপূর্ণতা লাভ করেনি শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল
Aa
Protidin Shebok NewsportalProtidin Shebok Newsportal
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খুলনা বিভাগ
  • খেলাধুলা
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • বিনোদন
খুঁজুন
  • জাতীয়
    • ঢাকা
    • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • খুলনা বিভাগ
    • উপজেলা
    • খুলনা জেলা
    • বাগেরহাট
    • সাতক্ষীরা
    • যশোর
    • মাগুরা
    • চুয়াডাঙ্গা
  • খেলাধুলা
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সোশ্যাল মিডিয়া
    • রুপচর্চা
    • ধর্ম
    • সফলদের গল্প
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • আদালত
    • চাকরি-বাকরি
    • টেক নিউজ
    • বিচিত্র
    • ফিচার
  • বিনোদন
Follow US
Protidin Shebok Newsportal > Blog > খুলনা বিভাগ > রিসার্চ ইন্সটিটিউট না হওয়ায় এখনো পরিপূর্ণতা লাভ করেনি শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল
খুলনা বিভাগশীর্ষ খবর

রিসার্চ ইন্সটিটিউট না হওয়ায় এখনো পরিপূর্ণতা লাভ করেনি শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল

Last updated: ২০২১/০৪/১৮ at ৩:৪৬ অপরাহ্ণ
সিনিয়র এডিটর Published এপ্রিল ১৮, ২০২১
Share
SHARE
অবহেলার জন্য দক্ষিণাঞ্চলের একমাত্র বিশেষায়িত হাসপাতালে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা
চিকিৎসক সহ বিভিন্ন স্তরের প্রায় ৮৩ টি পদ শূন্য ! 

শহীদ শেখ আবু নাসেরের জ্যেষ্ঠ সন্তান শেখ হেলাল উদ্দীন এমপি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে দীর্ঘ পাঁচ বছর আগে নামের পরিবর্তনের জন্য ডিও লেটার প্রদান করেন। তারপরও অদৃশ্য কারণে আজও পরিবর্তন হয়নি হাসপাতালের নাম

পদ্মার এপারে প্রায় সাড়ে সাতকোটি মানুষের চিকিৎসা সেবায় নিয়োজিত একমাত্র বিশেষায়িত চিকিৎসা সেবা কেন্দ্র খুলনার শহীদ শেখ আবু নাসের হাসপাতাল। একমাত্র নামের শেষে রিসার্চ ইনস্টিটিউট শব্দটি যোগ না হওয়ায় আজও পূর্ণতা লাভ করতে পারেনি হাসপাতালটি। শহীদ শেখ আবু নাসেরের জ্যেষ্ঠ সন্তান শেখ হেলাল উদ্দীন এমপি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে দীর্ঘ পাঁচ বছর আগে নামের পরিবর্তনের জন্য ডিও লেটার প্রদান করা সত্ত্বেও এক অদৃশ্য কারণে আজও পরিবর্তন হয়নি হাসপাতালের নাম। এর ফলে কাঙ্ক্ষিত সেবা দিতে ব্যর্থ হচ্ছে হাসপাতালটি ।

খুলনা বিভাগের ১০টি জেলাসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার গরিব-অসহায় হাজারো মানুষ প্রতিদিন চিকিৎসা সেবা নিতে আসেন বিশেষায়িত হাসপাতালটিতে। প্রতিদিন রোগীর সংখ্যা বাড়লেও বাড়ছে না চিকিৎসকের সংখ্যা। এতে যেমন ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগীদের তেমনি চিকিৎসকরাও হিমশিম খাচ্ছেন রোগীর চাপ সামলাতে। বেশকয়েকবার সংশ্লিষ্ট দপ্তরে চিকিৎসক নিয়োগের জন্য চিঠি পাঠালেও কোনো ফলাফল আসেনি বলে জানান হাসপাতালটির কর্তৃপক্ষ।

২৫০টি শয্যা নিয়ে ২০১১ সালে খুলনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবরের ছোট ভাই এর নামে খুলনায় নির্মাণ করা হয় শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালটি। সেবার মান উন্নত হওয়ায় এবং রোগীর চাপ বেড়ে যাওয়ায়-এ হাসপাতালটিকে ৫০০ শয্যায় উন্নীত করার দাবি জানানো হয়। এখানে উন্নত চিকিৎসা প্রাপ্তির আশায় আগত রোগীদের শুধুমাত্র এক দশমাংশ রোগী ভর্তি করা হচ্ছে। বাকীদের ৬ থেকে ৭ মাস সিরিয়াল দিয়ে অপেক্ষায় থাকতে হয়। হাসপাতালটি নামে ২৫০ শয্যার হলেও বর্তমানে চালু রয়েছে মাত্র ১৭০টি শয্যা। বাকী গুলো প্রয়োজনীয় চিকিৎসকের ও সুবিধার অভাবে বন্ধ রয়েছে।

প্রফেসর ডা: মুন্সী মো: রেজা সেকেন্দার পরিচালক হিসেবে যোগদানের পর গত ৮ এপ্রিল-২১ তারিখ হাসপাতালের বর্তমান নাম পরিবর্তন করে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল এর সঙ্গে রিসার্চ ইনস্টিটিউট অনুমোদনের দাবীতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব বরাবর আবেদন করেন।

তিনি তার আবেদনে (স্মারক নং খু:বি:শে:আ:না: হাস:/২০২১/৬৬৩) উল্লেখ করেন, বিশেষায়িত এ হাসপাতালে সিসিইউ ইউনিটসহ কার্ডিওলজি বিভাগ, নেফ্রোলজী বিভাগ, নিউরোমেডিসিন, নিউরোসার্জারী, ইউরোলজী, কার্ডিওথেরাসিক এন্ড ভাস্কুলার সার্জারী, প্লাস্টিক রিকনসট্রাকটিভ এন্ড বার্ণ ইউনিট, অর্থপেডিক সার্জারী এবং ওটিসহ আন্ত: ও বহি: বিভাগ চালু আছে। এখানে বিশেষজ্ঞ চিকিৎসক, সহযোগী অধ্যাপকগণ কর্মরত আছেন। রোগীদের আরও উন্নত চিকিৎসা এবং বিভিন্ন ডিপ্লোমা কোর্স চালুর জন্য গত ১৬/২/২০১৩ তারিখে সিপিএস নং ১৭৮/২০১৩/৭৫০৫ নং আদেশে প্রশিক্ষণ প্রদানের জন্য বিসিপিএস অনুমোদন দেয়। ডিপ্লোমা কোর্স অধিভুক্তির লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে গত ২১/৩/২০১৫ তারিখ ১১ সদস্যের একটি প্রতিনিধি দল পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। কিন্ত হাসপাতালের নামকরণের সাথে ‘ইনস্টিটিউট’ শব্দটি না থাকায় বিশেষজ্ঞ চিকিৎসকগণের সমন্বয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় এর নাম শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট, খুলনা করার সিদ্ধান্ত হয়। শুধুমাত্র নামের পরিবর্তন না হওয়ায় ডিপ্লোমা কোর্সসহ অন্যান্য কোর্স চালু করা সম্ভব হচ্ছে না।

হাসপাতাল সূত্রে জানা যায়, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে অনুমোদিত পদ ৩২টি থাকলওে পূরণকৃত পদের সংখ্যা আছে মাত্র ১০টি। আর বাকী ২২টি পদই শুণ্য রয়েছে। চিফ কনসালটেন্টের ৫টি পদের বিপরীতে শূন্য রয়েছে ৪টি, সিনিয়র কনসালটেন্টের ১২টি পদের বিপরীতে শূন্য রয়েছে ৯টি পদ। জুনিয়র কনসালটেন্টের ১৫টি পদের বিপরীতে শূন্য রয়েছে ৯টি পদ। এছাড়াও আরপি, আরএস, রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার, মেডিকেল অফিসার/সহকারী সার্জন/সমমান (ইএমও/আইএমও) এর ৬২ টি পদের বিপরীতে শূন্য রয়েছে আরও ৩৮টি পদ। শূন্য রয়েছে সেবা তত্ত্বাবধায়কের একটি পদও।

এ বিষয়য়ে জানতে যোগাযোগ করা হলে হাসপাতালের পরিচালক ডা: মুন্সী মো: রেজা সেকেন্দার বলেন, হাসপাতাল পরিচালনা করার জন্য গুরুত্বপূর্ণ পদগুলোতে সংকট রয়েছে। অনুমোদিত পদ ৩২টির স্থলে রয়েছে মাত্র ১০টি। বাকী ২২টি পদই শুন্য রয়েছে।

তিনি বলেন, শহীদ শেখ আবু নাসেরের নামে স্থাপিত এ হাসপাতালের পূর্ণতা পেতে এত সময় লাগার কথা নয়। পূর্ণতা লাভের জন্য যে যোগ্যতার প্রয়োজন তা’ এ হাসপাতালে রয়েছে। শুধু মাত্র নামের পরিবর্তন এবং চিকিৎসক সংকট দুর হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের এ হাসপাতালটি দেশের মধ্যে একটি মডেল হাসপাতাল হয়ে উঠতে পারে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফুজ্জামান বলেন,  দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোটিকোটি মানুষের দীর্ঘদিনের দাবী শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল তার পূর্ণতা ফিরে পাক। বিএনপি সরকার আমলে এর উন্নয়ন থমকে গিয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী হাসপাতালটির উন্নয়নে গুরুত্ব দিয়েছেন। হাসপাতালটির নামের শেষে রিসার্চ ইনস্টিটিউট শব্দটি যোগ করার জন্য আমাদের দাবী অব্যাহত থাকবে। আমি মনে করি খুলনার উন্নয়নে চলমান আন্দোলনের এটাও একটা অংশ।


খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এই হাসপাতালের নির্মাণ কাজ বন্ধ করে বগুড়ায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ করা হয়। পরে আওয়ামীলীগ রাষ্ট্রীয় ক্ষমতায় এলে আবারো শহীদ শেখ আবু নাসেরের নামে এ বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হয়।

তিনি বলেন, এ হাসপাতাল থেকে প্রতিদিন শত শত মানুষ চিকিৎসা গ্রহণ করছে। হাসপাতালে রয়েছে জনবল সংকট। তারপরও করোনাকালীন সময়ে হাসপাতাল সাধারণ মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। এই হাসপাতালের নামের সাথে রিসার্চ ইন্সটিটিউট নাম যুক্ত করা হলে চিকিৎসকরা গবেষণা ও বিভিন্ন কোর্স করার সুযোগ পাবেন। সে কারণে চিকিৎসকরা এখানে আসতেও আগ্রহী হবেন।

তিনি হাসপাতালের নামের সাথে রিচার্স ইন্সটিটিউট নাম যুক্ত করার দাবীতে সর্বস্তরের খুলনাবাসীকে সোচ্চার হওয়ার দাবি জানান।

You Might Also Like

খুলনা কর অঞ্চল থেকে ২০২৪-২৫ অর্থবছরে ৩,৯৯০.০৮ কোটি টাকা আদায়, করদাতার সংখ্যা বেড়েছে

খুলনায় ট্রেন-ট্রাকের সংঘর্ষে রেল যোগাযোগ বন্ধ

খুলনায় জাতীয় মৎস্য সপ্তাহের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

খুলনায় খাদ্য কর্মকর্তা অপহরণের ঘটনায় গ্রেফতার ২

খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন

সিনিয়র এডিটর এপ্রিল ১৮, ২০২১ এপ্রিল ১৮, ২০২১
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক ও সম্পাদক– আলি আবরার 

নিউজরুম – শেরে বাংলা রোড, নিরালা, খুলনা

যোগাযোগ–  ৮৮০২৪৭৮৮৪৫৩২৬

 protidinshebok@gmail.com, mail@protidinshebok.com

Protidin Shebok NewsportalProtidin Shebok Newsportal

Developed by Proxima Infotech and Ali Abrar

Welcome Shebok Admin

SIgn in Protidin Shebok as an Administrator

Lost your password?