ক্রিস্টিয়ানো রোনালদো নৈপুণ্যে গতকাল রাতে আল তাউনকে ২–০ গোলে হারিয়ে সৌদি সুপার কাপের ফাইনালে উঠেছে আল নাসর। আগামী শনিবার ফাইনালে সৌদি আরবের সফলতম দল আল হিলালের মুখোমুখি হবে আল নাসর। দলকে ফাইনালে তুলে হুংকারই দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লিখেছেন, ‘সুপার কাপের ফাইনালে আমরা আসছি!’
আবহার প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ স্পোর্টস সিটিতে কাল দ্বিতীয় সেমিফাইনালের ৮ মিনিটে আয়মান ইয়াহিয়ার গোলে এগিয়ে যায় আল নাসর। এ গোলে এসিস্ট দিয়ে শুরু করেন রোনালদো।তারপর ৫৭ মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। গোল করে সেই চিরচেনা ট্রেডমার্ক ‘সিউ…’ উদযাপন। যোগ করা সময়ে আল নাসরের মিডফিল্ডার মার্সেলো ব্রজোভিচ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় রিয়াদের ক্লাবটি। তবে বাকি ৪ মিনিটে আল নাসরের কোনো বিপদ হয়নি।
২–০ গোলে জিতে মাঠ ছাড়ে তারা।গেল ইউরোতে ব্যর্থতার পর ক্লাব ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদো ফিরেছেন রাজার মতো। নিজে গোল করেছেন, করিয়েছেন সতীর্থদের দিয়ে। ঠিক যেমনটা ভক্ত–সমর্থকেরা চান।ক্যারিয়ারে এটি তার ৮৯৬তম গোল। দলকে নিয়ে গেছেন ফাইনালে। নতুন মৌসুমের শুরুতেই শিরোপার হাতছানি। রোনালদো এর চেয়ে ভালো আর কী চাইতে পারতেন?