এক মাস আগেও ছবিটা অন্য রকম ছিল। মাঠের ক্রিকেটে দোর্দণ্ড প্রতাপে যেন উড়ছিল ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষস্থানে নিজেদের জায়গা পাকাপোক্ত করেছিল রোহিত শর্মার দল। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার সঙ্গে ব্যবধান ক্রমেই বাড়ছিল। ঘরের মাটিতে কদিন আগে বাংলাদেশকে সিরিজ হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালের দুয়ারে ছিল ভারত।
কিন্তু নিউজিল্যান্ড সিরিজটাই যেন ভারতের সব অঙ্ক বদলে দিলো। ঘরের মাঠে কিউইদের কাছে তিন ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে স্বাগতিকরা। সেই সঙ্গে ২৪ বছর পর নিজেদের দুর্গে টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের স্বাদ পেল টিম ইন্ডিয়া।
ভারতের এমন বিপর্যয়ে শঙ্কা দেখা দিয়েছে টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে খেলা নিয়েও। এরই মধ্যে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে নেমে গেছেন রোহিতরা। শীর্ষে উঠে এসেছে অস্ট্রেলিয়া। তিন ও চার নম্বরে থাকা শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। সামনেই অস্ট্রেলিয়া সফর। সেখানেও বড় পরীক্ষায় পড়তে হতে পারে ভারতকে।
শীর্ষে থাকা অস্ট্রেলিয়া ১২টি টেস্টের মধ্যে আটটিতে জয় পেয়েছে, তিনটি হেরেছে ও একটি ড্র করেছে। তাদের পয়েন্ট ৯০। পয়েন্টের শতাংশ ৬২.৫০। এই পয়েন্টের শতাংশের ওপর নির্ভর করেই শীর্ষে থাকা দুই দল টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলবে।
এই সিরিজের আগে ১১টি টেস্টের মধ্যে আটটি জিতেছিল ভারত। কিন্তু এই সিরিজের পর ভারত ১৪টি টেস্টের মধ্যে আটটি জিতেছে, পাঁচটি হেরেছে ও একটি ড্র করেছে। ভারতের পয়েন্ট ৯৮। কিন্তু রোহিতদের পয়েন্টের শতাংশ অস্ট্রেলিয়ার থেকে কম। ৫৮.৩৩ শতাংশ।
তিন নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। ৯টি টেস্টের মধ্যে পাঁচটি জিতেছে তারা। হেরেছে চারটি। তাদের পয়েন্টের শতাংশ ৫৫.৫৬ শতাংশ। ভারতকে চুনকাম করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে আবার ফিরে এসেছে নিউজিল্যান্ড। ১১টি টেস্টে তারা জিতেছে ছ’টি। হেরেছে পাঁচটিতে। টম লাথামদের পয়েন্টের শতাংশ ৫৪.৫৫।
ঘরের মাঠে সিরিজ হারলেও এখনও টেস্ট বিশ্বকাপের ফাইনাল খেলার সুযোগ শেষ হয়ে যায়নি ভারতের। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ জিততে হবে। তবে লড়াই কঠিন রোহিতদের। কারণ, নিজেদের মাঠে এই লজ্জার হারের ধাক্কা কাটিয়ে ফিরতে হবে তাদের। সেটা করা সহজ হবে না।