শ্রীলঙ্কার হার শুক্রবারই অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল। ডারবান টেস্টের তৃতীয় দিনের শেষে লঙ্কানদের রান ছিল ৫ উইকেটে ১০৩। হাতে থাকা ৫ উইকেট নিয়ে সফরকারীরা আজ চতুর্থ দিনে কত সময় টিকে থাকতে পারে, দেখার বিষয় ছিল সেটিই। শ্রীলঙ্কা টিকেছে দ্বিতীয় সেশনের প্রথম ঘণ্টা পর্যন্ত।
টেস্টের প্রথম ইনিংসে ৪২ রানে অলআউট হওয়ার পর ৫১৬ রানের লক্ষ্যে খেলতে নেমে এদিন সফরকারীরা গুটিয়ে গেছে ২৮২ রানে। সিরিজের প্রথম টেস্টটি দক্ষিণ আফ্রিকা জিতে নিয়েছে ২৩৩ রানে। এতে দুই টেস্টের সিরিজে ১-০ পিছিয়ে আছে শ্রীলঙ্কা।
ডানবান টেস্টের দ্বিতীয় ইনিংসেও বল হাতে জ্বলে উঠেন মার্কো ইয়ানসেন। প্রথম ইনিংসে ৭ উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে রেকর্ড ৪২ রানে অলআউট করা ইয়ানসেন দ্বিতীয় ইনিংসে পেয়েছেন ৪ উইকেট। ১৪ টেস্টের ক্যারিয়ারে এই প্রথম ম্যাচে ১০ উইকেট পেলেন ২৪ বছর বয়সী ইয়ানসেন। ম্যাচ সেরাও হয়েছেন তিনি।
৫ ডিসেম্বর সাহারা ওভালে শুরু সিরিজের দ্বিতীয় টেস্ট।