লম্বা একটা সময় ধরে লিভারপুলের প্রতিনিধিত্ব করে আসছেন মোহামেদ সালাহ, ভার্জিল ফন ডাইক, ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। ক্লাবটির সঙ্গে অভিজ্ঞ এই খেলোয়াড়দের চুক্তি শেষের পথে। কিন্তু এখনও তাদের নিয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি ইংলিশ দলটি। এই তিনজনের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নে চুপ কোচ আর্না স্লটও।
২০১৬ সাল থেকে লিভারপুলে আছেন ইংলিশ ডিফেন্ডার অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে দলটির হয়ে এখন পর্যন্ত ৩১৬ ম্যাচ খেলেছেন ২৫ বছর বয়সী এই ফুটবলার। ১৯ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৮৩টিতে।২০১৭ ও ২০১৮ সালে যথাক্রমে অ্যানফিল্ডের ক্লাবটিতে যোগ দেন সালাহ ও ফন ডাইক। দলটির জার্সি গায়ে গোলের স্রোত বইয়ে দিয়ে সালাহ হয়ে ওঠেন ফুটবল বিশ্বের তারকা। লিভারপুলের হয়ে ৩৫৬ ম্যাচে ২১৫ গোল করেছেন মিশরের এই ফরোয়ার্ড। সতীর্থদের ৯৩টি গোলে অবদানও রেখেছেন ৩২ বছর বয়সী এই ফুটবলার।ডাচ ডিফেন্ডার ফন ডাইক তো লিভারপুলের অধিনায়ক। ৩৩ বছর বয়সী ফুটবলার এই ক্লাবের হয়ে ২৭৬ ম্যাচে করেছেন ২৪ গোল, অ্যাসিস্ট ১২টিতে।২০১৮-১৯ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ, পরের মৌসুমে লিগ শিরোপা এবং ২০২২ সালে লিভারপুলের এফএ কাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই তিনজনই। চলতি মৌসুমের পরই তাদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে ক্লাবের।
চলতি মাসের শুরুতে সালাহ যেমন বলেই দিয়েছেন, আগামী মৌসুমে লিভারপুলে নাও থাকতে পারেন তিনি। যদিও তার কথায় অভিমানের ছোঁয়া ছিল। শুক্রবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এই খেলোয়াড়দের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন একরকম এড়িয়ে যান স্লট।“আমি খুবই খুশি যে, এই খেলোয়াড়রা এখন আমার দলে আছে। এই মৌসুমে এবং সামনের সপ্তাহগুলোতে অনেক ম্যাচ আছে। ভবিষ্যতে দেখা যাক কী হয়।”লিগ ম্যাচে শনিবার উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের মুখোমুখি হবে লিভারপুল। ৫ ম্যাচে ৪ জয় ও এক পরাজয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলে তাদের অবস্থান দ্বিতীয়। সমান ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে শিরোপাধারী ম্যানচেস্টার সিটি।