পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম আসন্ন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (ডব্লিউসিএল)-এর দ্বিতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন। ঐতিহাসিক এই অনুষ্ঠানটি চলতি বছরের জুলাই মাসে ইংল্যান্ডের বার্মিংহামের বিখ্যাত এজবাস্টন ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
জানা গেছে, সংগীত জগতের এই সুপারস্টার ১৮ জুলাই ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স বনাম পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচের আগে লাইভ পারফরম্যান্সের মাধ্যমে অনুষ্ঠানের মঞ্চ আলোকিত করবেন।
ডব্লিউসিএল বর্তমানে অন্যতম সেরা টি-টোয়েন্টি লিগ হিসেবে ক্রিকেটপ্রেমীদের আকর্ষণ কেড়েছে। ছয়টি দেশের সাবেক এবং অনানুষ্ঠানিকভাবে চুক্তিহীন চ্যাম্পিয়ন ক্রিকেটারদের নিয়ে গঠিত দলগুলোর মধ্যে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এই ছয়টি দেশ হলো পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড।
এর আগে ডব্লিউসিএল-এর প্রথম আসরে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ও ভারত চ্যাম্পিয়ন্স ফাইনালে পৌঁছেছিল। সেই ম্যাচে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জেতে ভারত।
আবেগময় ও সুরেলা কণ্ঠের অধিকারী আতিফ আসলামের ক্রিকেটের বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করা নতুন কিছু নয়। সম্প্রতি তিনি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর থিম সং ‘জিতো বাজি খেল কে’ গেয়েছেন এবং এতে অংশও নিয়েছেন।
এছাড়াও তিনি পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর বিভিন্ন আসরের থিম সং গেয়েছেন এবং উদ্বোধনী অনুষ্ঠানেও পারফর্ম করেছেন।
৪২ বছরে পা রাখতে যাওয়া আতিফ আসলাম সংগীত জগতে প্রবেশের আগে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন। স্কুল ও কলেজ জীবনে তিনি একজন ফাস্ট বোলার ছিলেন। তবে সংগীতের প্রতি তার ভালোবাসা এবং প্রতিভা তাকে দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী করে তুলেছে।
তবে ক্রিকেটের প্রতি তার ভালোবাসা আজও অটুট। বার্মিংহাম ও ইংল্যান্ডের ভক্তরা এবার তার গানের সঙ্গে ক্রিকেট উপভোগ করার দুর্দান্ত সুযোগ পাবেন।
ডব্লিউসিএল-এর দ্বিতীয় আসর ১৮ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত ইংল্যান্ডের চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে, যেখানে মোট ১৭টি ম্যাচ খেলা হবে। ভেন্যুগুলো হলো এজবাস্টন (বার্মিংহাম), হেডিংলি (লিডস), গ্রেস রোড (লেস্টার), নর্দাম্পটনশায়ার সিসিসি গ্রাউন্ড। ২ আগস্ট এজবাস্টনেই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।
এছাড়া গত আসরের ফাইনালিস্ট পাকিস্তান চ্যাম্পিয়ন্স ও ভারত চ্যাম্পিয়ন্স ২০ জুলাই আবারও এক উত্তেজনাপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে।