দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রতিক সংঘর্ষ ও আন্দোলনের কারণে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। শিক্ষার্থীদের হুটহাট সংঘর্ষে জড়িয়ে পড়া ঠেকাতে বিভিন্ন ধরনের কো-কারিকুলার কার্যক্রমে তাদের ব্যস্ত রাখতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়েছে সরকার।
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গ্রাফিতি, বিতর্ক প্রতিযোগিতা, শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করা, খেলাধুলা, দলগত ট্যুরসহ বিভিন্ন আয়োজন করার পরামর্শ দিয়ে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দিয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখার উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলীর সই করা ওই নির্দেশনায় বলা হয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার স্কুল ও কলেজের শিক্ষার্থীরা শিক্ষা সংশ্লিষ্টহীন সভা, সমাবেশ ও মিছিলে অংশ নিচ্ছে। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদেরকে শিক্ষামুখী রাখতে বিভিন্ন কো-কারিকুলার কার্যক্রমে ব্যাপকভাবে সম্পৃক্ত করতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এমন ৯টি কর্মসূচির কথা উল্লেখ করা হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে–শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান; ‘বিজয়ের ৩৬ জুলাই’ ভিত্তিক গ্রাফিতি অঙ্কন, নির্বাচিত গ্রাফিতি নিয়ে সফট অ্যালবাম ও শ্রেষ্ঠ গ্রাফিতিকে পুরস্কার প্রদান; ‘ক্রান্তিকালে তারুণ্য দুর্জয়’ ভিত্তিক থিম সং তৈরি ও পরিবেশন; গার্লস স্কুল ও কলেজে ‘পার্সোনাল হাইজিন’ বিষয়ক প্রশিক্ষণ; জাতীয় দিবস ‘আনুষ্ঠানিক তারুণ্য কুচকাওয়াজ’; ‘জুলাই বিপ্লব: কি, কেন, কীভাবে’ বিষয়ে আলোচনা সভা; শিক্ষাপ্রতিষ্ঠানের নিকটস্থ নান্দনিক স্থানে দলবদ্ধ ভ্রমণ; দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রিকেট/ভলিবল/ফুটবল খেলার আয়োজন এবং ‘জেন-জি এন্টারপ্রেনার’ শীর্ষক বির্তক প্রতিযোগিতা আয়োজন।