সাধারণত পর্দায় গ্ল্যামারাসভাবে হাজির হন শুভশ্রী গাঙ্গুলি। কিন্তু এবার তিনি নিজেকে ভেঙে সম্পূর্ণ ভিন্নভাবে হাজির হচ্ছেন। দেবালয় ভট্টাচার্য পরিচালিত ‘ইন্দুবালা ভাতের হোটেল’ শিরোনামের ওয়েব সিরিজে বৃদ্ধার ভূমিকায় দেখা যাবে তাকে।

আজ রোববার প্রকাশ পেয়েছে ওয়েব সিরিজটির টিজার। যারা শুভশ্রীকে গ্ল্যামার লুকে দেখে অভ্যস্ত তারা খানিকটা হোঁচট খাবেন। কারণ, এতে এ নায়িকার প্রস্থেথিক মেকআপ জীবন্ত হয়ে ধরা দিয়েছে।

কল্লোল লাহিড়ীর উপন্যাস ‘ইন্দুবালা ভাতের হোটেল’কে ওয়েব সিরিজের রূপ দেওয়া হয়েছে। সেই সিরিজেই মুখ্য ভূমিকায় দেখা যাবে শুভশ্রীকে। হইচইয়ে দেখা যাবে এই সিরিজ। টিজারে ইন্দুবালার হাতের জাদুর পাশাপাশি অতীতে টানাপোড়েনের কাহিনি দেখানোরও আভাস দিয়েছেন পরিচালক। যাতে ঠাঁই পেয়েছে দেশ ছাড়ার ইতিহাস, স্বজন হারানোর যন্ত্রণা। এর পাশাপাশি বাঙালির একান্ত আপন রসনাতৃপ্তির নানা কাহিনিও দেখা যেতে পারে।

বিয়ের পর সিনেমার পর্দায় ক্যামব্যাকের করেই একের পর এক চমক দিচ্ছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ‘পরিণীতা’, ‘হাবজি গাবজি’, ‘ধর্মযুদ্ধ’—সব ছবিতেই নতুন নতুন অবতারে পর্দায় এসে অনুরাগীদের চমকে দিয়েছেন। এবার সিরিজে পা রাখলেন অভিনেত্রী। আর তাতেই তার রূপে দেখা গিয়েছে বড়সড় পরিবর্তন। প্রস্থেটিকের সাহায্যে বৃদ্ধার বেশ ধারণ করেছেন। আর তাতেই বাজিমাত করেছেন টলিউডের সুন্দরী।