সংযুক্ত আরব আমিরাতে টি-২০ বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ নারী ক্রিকেট দল। বিশ্বকাপের প্রস্তুতির কথা চিন্তা করে জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটার নিয়ে গড়া হয়েছে এই ‘এ’ দল।
জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আছেন দলে। তবে নেতৃত্ব দেবেন না তিনি। ‘এ’ দলের অধিনায়ক করা হয়েছে রাবেয়া খানকে।এছাড়া স্বর্ণা আক্তার, সোবহানা মুস্তারি, মুর্শিদা খাতুন, মারুফা আক্তার, জাহানারা-শামিমা সুলতানারা আছেন বাংলাদেশ ‘এ’ দলে। বিশ্বকাপের আগের এই সফরে দুটি ওয়ানডে ও পাঁচটি টি-২০ খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ‘এ’ দল।
সিরিজ শুরু হবে ওয়ানডে দিয়ে। ৮ ও ১০ সেপ্টেম্বর কলম্বোয় ম্যাচ দুটি মাঠে গড়াবে। এরপর ১২ ও ১৩ সেপ্টেম্বর প্রথম দুই টি-২০ ম্যাচ হবে। ১৫, ১৭ ও ১৯ সেপ্টেম্বর রাখা হয়েছে সিরিজের বাকি তিন ম্যাচ। সবগুলো ম্যাচ কলম্বোতে রাখা হয়েছে।বাংলাদেশ নারী ‘এ’ দল : রাবেয়া খান (অধিনায়ক), মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, নাহিদা আক্তার, নিগার সুলতানা জ্যোতি, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাবিকুন নাহার জেসমিন, শামিমা সুলতানা।