সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। গতকাল বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় তার গাড়ি। আঘাতপ্রাপ্ত হন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে এ খবর তিশা নিজেই জানিয়েছেন।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নিজের ফেসবুকে দুর্ঘটনা কবলিত গাড়ির ছবি প্রকাশ করেছেন তিশা। সেইসঙ্গে ঘটনা তুলে ধরে তিনি লিখেছেন, গত রাতটি আমি ভুলতে পারব না। আমি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলাম। একটি ড্রাম ট্রাক আমার গাড়িটি দুমড়ে-মুচড়ে দিয়েছে। আমার এই গাড়ি খুব প্রিয়। কারণ কষ্টার্জিত অর্থ দিয়ে এটি কিনেছি। সুতরাং এই ক্ষতি মেনে নেওয়া আমার জন্য সহজ নয়। তারপরও আলহামদুলিল্লাহ!’
সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন উল্লেখ করে তিশা আরও লেখেন, আমি শরীরে কিছু আঘাত পেয়েছি। কিন্তু এখন ঠিক আছি। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া। যারা আমাকে ভালোবাসেন, আমার জন্য দোয়া করেন তাদের সবাইকে ধন্যবাদ।’
তবে কোথায় দুর্ঘটনার শিকার হয়েছেন সে বিষয়ে কিছু জানাননি তিশা। গত মাসে জ্বরে ভুগেছেন অভিনেত্রী। বাসাতেই নিয়েছেন চিকিৎসা। জ্বর থেকে সেরে উঠতেই অল্পের জন্য রক্ষা পেলেন বড় দুর্ঘটনা থেকে।