প্রবীণ সাংবাদিক, দৈনিক আমার সংবাদের খুলনা ব্যুরো প্রধান একরামুল কবিরেরওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদেও গ্রেফতারের দাবিতে খুলনায় মানববন্ধনঅনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) সকালে খুলনা প্রেসক্লাবের সামনেগণমাধ্যমকর্মী ও এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।খুলনা প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক কালের কন্ঠের ব্যুরো প্রধানএইচ এম আলাউদ্দিনের সভাপতিত্বে মানববন্ধন সঞ্চালনা করেন সময় টেলিভিশনেররিপোর্টার বেল্লাল হোসেন সজল। বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাবিকইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, মেট্রোপলিটনসাংবাদিক ইউনিয়ন(এমইউজে) খুলনার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৈনিকসমকালের স্টাফ রিপোর্টার আবুল হাসান হিমালয়, এমইউজে’র কোষাধাক্ষ আব্দুররাজ্জাক রানা, খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ বাবুলহাওলাদার, নাইস ফাউন্ডেশনের নির্বাহী প্রধান এম মজিবুর রহমান, গেøাবালখুলনার আহবায়ক শাহ মামুনুর রহমান তুহিন, দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টারখলিলুর রহমান সুমন, দৈনিক আমার সংবাদের পাইকগাছা প্রতিনিধি কৃষ্ণ রায় ওসাংবাদিক একরামুল কবিরের ছেলে হুমায়ুন কবির।মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনাশাখার সভাপতি এম এ হাসান, খুলনা টাইমসের বার্তা সম্পাদক নূর হাসান জনি,দৈনিক পূর্বাঞ্চলের রিপোর্টার মাশরুর মোর্শেদ, মানবাধিকার কর্মী রাবেয়াসুলতানা, মো. বাবলুজ্জামান, নুর ইসলাম, পারভিন আক্তার স্বপ্না, সাইফুলইসলাম, আরাফাত হোসেন অনিক, শান্ত ইসলাম, মো. রোমানিয়া, এম এ সাদী,মিজানুর রহমান, জাহিদুল ইসলাম, নূরুল আমিন, ইলিয়াস হোসেন, উম্মে উমামারাত্রি, শাফায়েত হোসেন শাওন, তুরান মল্লিক, মো. সালাউদ্দিন মোল্লাপ্রমুখ।মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক একরামুল কবিরের ওপর গত ১১ নভেম্বরসন্ত্রাসীরা হামলা চালালেও এখন পর্যন্ত মূল আসামী গ্রেফতার হয়নি। বক্তারাআগামী ২৪ ঘন্টার মধ্যে সাংবাদিক একরামুল কবিরের ওপর হামলাকারী প্রধানআসামীকে গ্রেফতারের আলটিমেটাম দিয়ে বলেন, তা’ না হলে কঠোর কর্মসূচি ঘোষণাকরা হবে।প্রসঙ্গত, গত ১১ নভেম্বর দুপুরে নগরীর দৌলতপুর দেয়ানায় নিজ বাড়িতেঅবস্থানকালে স্থানীয় সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী মুনির ও কাওসারকবির গ্যাং এর সদস্যরা একরামুল কবিরের ওপর হামলা চালায়। হামলায় গুরুতরঅবস্থায় প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পরে বেসরকারি একটিহাসপাতালে মাথায় অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তার মাথার খুলি আলাদা করেরাখা হয়েছে। নির্দিষ্ট সময় পার হলেই সেটি পুনঃস্থাপিত হবে বলে জানিয়েছেনচিকিৎসকরা। এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন তিনি।এদিকে এ ঘটনায় পরদিন ১২ নভেম্বর রাতে আহত সাংবাদিকের স্ত্রী কেএমপিরদৌলতপুর থানায় মামলা করেছেন। হামলার সঙ্গে জড়িত দু’জনকে পুলিশ গ্রেফতারকরলেও মূল আসামি রয়েছেন ধরাছোঁয়ার বাইরে।
সাংবাদিক একরামুল কবিরের ওপরহামলার প্রতিবাদে খুলনায় মানববন্ধন
সিনিয়র এডিটর
Leave a comment