প্রেস রিলিজ
দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন নথি চুরির অভিযোগ এনে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক মামলা দায়ের এবং ৫ঘন্টা আটকে রেখে হেনস্তা ও হয়রানির ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন খুলনা টিভি রিপোটার্র্স ইউনিটির নেতৃবৃন্দ। ইউনিটির সভাপতি সুনীল দাস ও সাধারণ সম্পাদক এএইচএম শামিমুজ্জামানসহ কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তার মুক্তির জোর দাবি জানিয়েছেন।
একই সাথে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও নির্যাতনকারী কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন নেতৃবৃন্দ।