খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী আজ বৃহস্পতিবার তার নির্বাচনী এলাকা সফর করবেন। এ সময় তিনি রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগ ও স্থানীয় প্রশাসন কর্তৃক আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
সফরসূচি অনুযায়ি সাংসদ সকাল ১০ টায় হেলিকপ্টার যোগে ঢাকা থেকে রূপসার ঘাটভোগে ইউনিয়নের গোয়াড়া হাফিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন। সকাল সাড়ে ১০ টায় খুলনার রূপসার শিয়ালী ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়ী ঘর পরিদর্শন ও স্থানীয়দের সাথে মতবিনিময় করবেন। পরির্দশন শেষে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি’র উপস্থিতিতে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের পক্ষ হতে সহায়তা প্রদান অনুষ্ঠানে অংশ গ্রহণ করবেন।
দুপুরে সাড়ে ১২ টায় খুলনার সার্কিট হাউজের উদ্দেশ্যে রওনা দিয়ে দেড়টায় দুপুরে সার্কিট হাউজে মধ্যহ্ন ভোজন করবেন। এছাড়া দুপুর আড়াই টায় খুলনা সার্কিট হাউজে প্রতিমন্ত্রীর উপস্থিতিতে বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে আন্তঃ ধর্মীয় সংলাপে অংশ গ্রহণ করবেন এমপি আব্দুস সালাম মূশের্দী। বিকালে সাড়ে ৪টায় শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল হ্যালিপ্যাড থেকে হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন।