ব্যক্তিগত জীবন নিয়ে কোনো রাখঢাক নেই বলিউড অভিনেত্রী সারা আলী খানের। কৈশোর থেকে কার কার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, বাবা সাইফ আলী খানের পাশে বসেই অবলীলায় তা বলে যেতে পারেন সারা আলী খান। ২০১৮ সালে ‘কেদারনাথ’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন সইফ-কন্যা। তাঁর জনপ্রিয়তা যেমন বেড়েছে। তেমনই বেড়েছে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা।
নিজের প্রথম ছবির মুক্তির আগেই জানিয়েছিলেন কার্তিক আরিয়ানকে তাঁর পছন্দ। তারপর কার্তিকের সঙ্গে অভিনয় প্রেম, সবই হয়েছে। তবে শেষ পর্যন্ত সম্পর্কটা টেকেনি। তারপর শোনা যায়, প্রাক্তন প্রেমিক বীর পাহাড়িয়ার কাছেই নাকি ফিরে গেছেন তিনি। তবে এবার জানা গেল, নতুন প্রেমে পড়েছেন এ অভিনেত্রী। জানা গেছে, এবার সারা প্রেম করছেন কোনো অভিনেতা নয়। সম্প্রতি তাঁর কেদারনাথ ভ্রমণের ছবিই নতুন প্রেমের ইঙ্গিত দিচ্ছে।
তাঁকে দেখা যাচ্ছে অর্জুন প্রতাপ বাজওয়ার সঙ্গে। তিনি পাঞ্জাবের বর্ষীয়ান রাজনীতিবিদ ফতেহ জং সিংহ বাজওয়ার পুত্র। অর্জুন ভারতের অন্যতম মডেল। একাধিক ব্র্যান্ডের প্রচার দূত। বড় বড় পোশাকশিল্পীর হয়ে মার্জার সরণিতে হেঁটেছেন। বহু বছর ধরেই মুম্বাইয়ে রয়েছেন তিনি। যদিও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেননি তারা।