আবারও প্রেমে পড়েছেন দক্ষিণ ভারতের আলোচিত অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। পরিচালক রাজ নিদিমরের সঙ্গে এ অভিনেত্রীর প্রেমের গুঞ্জন এখন ভেসে বেড়াচ্ছে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে।
ক’দিন আগে সামান্থার সাবেক স্বামী অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে বাগদান হয়েছে, যা নিয়ে পুরোপুরি নীরব ছিলেন সামান্থা।এবার সাবেক জীবনসঙ্গীর বিয়ের খবর পুরোনো হওয়ার আগে এলো সামান্থার নতুন প্রেমের খবর, যা নিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে চলছে নানা আলোচনা। অভিনেত্রীর আবার প্রেমের পড়ার খবরটি নিছক গুঞ্জন নাকি সত্যি– সেই প্রশ্ন অনেকের।
ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজে অভিনয় করতে গিয়েই পরিচালক রাজ নিদিমরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে সামান্থার। অন্যদিকে স্বামী নাগা চৈতন্যদের সঙ্গে বেড়ে গিয়েছিল দূরত্ব। সেই একই সময়ে শোভিতার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে নাগার। যার পরিপ্রেক্ষিতে ২০২১ সালে নাগা-সামান্থা বিচ্ছেদের পথ বেছে নেন।
বিবাহবিচ্ছেদের পর একাধিকবার অসুস্থ হয়ে পড়েন সামান্থা। অবসাদে ভুগেছিলেন নাগাও। কারণ দু’জনই দীর্ঘদিনের প্রেম থেকে পরিণয়ের পথে হেঁটেছিলেন। কিন্তু গভীর ভালোবাসা থাকা সত্ত্বেও দাম্পত্য জীবনকে দীর্ঘ করতে পারেননি।
এদিকে দ্বিতীয়বার মনের মানুষ খুঁজে পেয়ে নাগা চৈতন্য খুব খুশি বলেই তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন। সাবেক স্বামী বিয়ের মধ্য দিয়ে নতুন জীবন শুরু করায় সামান্থা নিজেকে আর নিঃসঙ্গ রাখতে চাননি।নির্মাতা রাজ নিদিমরকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছেন। যদিও এ প্রসঙ্গে অভিনেত্রী এখনও মুখ খোলেননি। এতে রাজ ও তাঁকে নিয়ে যে প্রেমের গুঞ্জন বাতাসে ভেসে বেড়াচ্ছে, তা মিথ্যা রটনা বলেও দাবি করেননি।