ব্রাজিলের ১৯৯৪ ও ২০০২ বিশ্বকাপ জয়ী স্ট্রাইকার রোনালদো নাজারিও ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রেসিডেন্ট পদে নির্বাচন করবেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন সাবেক বার্সেলোনা, ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার।
২০২৬ সালে সিবিএফের প্রেসিডেন্ট নির্বাচন হবে। ব্রাজিল ফুটবলের বর্তমান প্রেসিডেন্ট এডনাল্ড রদ্রিগুয়েজ। প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের বিষয়ে রোনালদো জানান, সিবিএফ প্রেসিডেন্ট হতে চাওয়ার পেছনে অন্তত একশ’টা কারণ আছে। ব্রাজিল ফুটবল আগের সেই জায়গায় নেই। তিনি পুরনো গৌরব ও সম্মান ফেরাতে চান।
ব্রাজিলের ফুটবলে যাতে পূর্ণ মনোযোগ দিতে পারেন এবং স্বার্থ দ্বন্দ্বের প্রশ্ন না ওঠে সেজন্য স্প্যানিশ ক্লাব রিয়াল ভায়াদোলিদের মালিকানা বিক্রি করে দিতে চান রোনালদো। এর আগে ব্রাজিলের ক্লাব ক্রুজেইরোর মালিকানা ছিল তার। যা আগেই বিক্রি করে দিয়েছেন।
রোনালদো জানান, তিনি রিয়াল ভায়াদোলিদ বিক্রি করে দেওয়ার খুব কাছে আছেন। আলোচনা চলছে, দ্রুতই চুক্তি সম্পন্ন হয়ে যাবে। এটা তার প্রেসিডেন্ট নির্বাচনের পথে কোন বাধা হবে না। এর আগে ক্রুজেইরো ও ভায়াদোলিদে পর্যাপ্ত বিনিয়োগ না করায় সমালোচিত হন তিনি।