সৌদি আরবের প্রধানমন্ত্রী হিসেবে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে (এমবিএস) মনোনীত করেছেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।
স্থানীয় সময় মঙ্গলবার সৌদি আরবের দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক বাদশাহ সালমান সৌদি আরবের প্রধানমন্ত্রী হিসেবে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে নিয়োগের একটি রাজকীয় ডিক্রি জারি করেন। তার নেতৃত্বেই মন্ত্রীসভা পুনর্গঠন করেন বাদশাহ। খবর আল জাজিরার
এতদিনউপ-প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করে আসছিলেন মোহাম্মদ বিন সালমান। নতুন প্রতিরক্ষামন্ত্রী করা হয়েছে তার ছোট ভাই ও উপপ্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে থাকা খালিদ বিন সালমানকে।
এছাড়া ইউসুফ বিন আবদুল্লাহ আল-বেনিয়ানকে নতুন শিক্ষামন্ত্রী নিযুক্ত করা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফায়সাল বিন ফারহান আল-সউদ, অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান এবং বিনিয়োগমন্ত্রী খালিদ আল-ফাতিহ নিজ নিজ পদে বহাল রয়েছেন।
সাধারণত প্রধানমন্ত্রীর দায়িত্ব নিজের কাছে রাখতেন সৌদির সাবেক বাদশাহরা। তবে সেই ধারা ভেঙ্গে ছেলে বিন সালমানের কাছে ক্ষমতা হস্তান্তরের পথে আরও একধান এগোলেন বাদশাহ সালমান।


