সাকিবুর রহমান
সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ ও জনসাধারণের পাল্টাপাল্টি অবস্থানে দেশজুড়ে পুলিশ সদস্যদের হতাহতের ঘটনায় কর্মবিরতিতে ছিলেন পুলিশ সদস্যরা। যার কারণে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে চরমভাবে। খুলনায় সম্প্রতি তারা কাজে ফিরেছেন সেনাবাহিনীর নেতৃত্বে।
শহর ঘুরে দেখা গেছে সেনাবাহিনী বিজির টহল অব্যহত আছে। স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যেও। সিটি কর্পোরেশনের আওতাধীন থানাগুলোর সামনে সেনাবাহিনী আর নৌবাহিনীর টহল দেখা গেছে।
পুলিশ সদস্যরা কাজে যোগ দিলেও আপাতত থানার ভেতরেই অবস্থান করছেন তারা। থানার বাইরে টহলে যাচ্ছেন না তারা। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে নির্দেশনা মোতাবেক তারা টহলে আছে এবং ক্যাম্প তৈরি করেছে। একইসাথে তারা আশা করছেন খুব শীঘ্রই তাদের নেতৃত্বে পুলিশ বাহিনী মাঠপর্যায়ের কাজে যোগ দিবে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছে খুলনার ৯টি থানাতে সেনাবাহিনী অবস্থান করছে। এবং শহরে বিজিবি এবং নৌবাহিনী টহলে আছে। পরিস্থিতি আগের চাইতে অনেকটাই স্বাভাবিক হয়েছে।