আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। হার্দিক পান্ডিয়া নিষিদ্ধ থাকায় দায়িত্ব পেয়েছেন সূর্য। এবার রাজস্থান রয়েলস তিন ম্যাচের জন্য রায়ান পরাগকে অধিনায়কের দায়িত্ব দিয়েছে। যদিও সব ঠিক থাকলে ওই তিন ম্যাচেই সানজু স্যামসনের খেলার সম্ভাবনা রয়েছে।
এক ভিডিও বার্তায় স্যামসন জানিয়েছেন, প্রথম তিন ম্যাচে পরাগ দলকে নেতৃত্ব দেবেন। তিনি পুরোপুরি ফিট না থাকায় এই সিদ্ধান্ত বলেও উল্লেখ করেন। সতীর্থদের আহ্বান জানান, যেন পরাগকে সহায়তা করা হয়।
ভারতের সংবাদ মাধ্যমের মতে, প্রথম তিন ম্যাচে সানজু স্যামসন ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে খেলতে পারেন। যার অর্থ তিনি কেবল ব্যাট করবেন, ফিল্ডিংয়ে করবেন না। তিনি ডানহাতের বৃদ্ধ আঙুলের ইনজুরিতে পড়েছিলেন। সার্জারিও করাতে হয়েছে।
তবে ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে প্রথম তিন ম্যাচে খেলার জন্যও ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমির অনুমতি নিতে হবে স্যামসনের। ভারতের সংবাদ মাধ্যমের মতে, এখনো খেলার ছাড়পত্র পাননি স্যামসন। এছাড়া শুরুতে ব্যাটিংয়ের অনুমতি পেলেও উইকেটকিপিংয়ের অনুমতি নাও মিলতে পারে তার। সেক্ষেত্রে ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে খেলতে পারেন তিনি।