
ভারতে হরিয়ানা রাজ্যের বিধানসভা নির্বাচনের বুথফেরত জরিপে সেখানে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ১০ বছরের কর্তৃত্ব হারাতে চলেছে বলে পূর্বাভাস দেওয়া হলেও ভোট গণনায় সে চিত্র উল্টে গেছে।
হরিয়ানার ভোটগণনায় নির্বাচন কমিশনের সর্বশেষ ফলে দেখা যাচ্ছে, ৫১টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। এরই মধ্যে জাদুসংখ্যা ৪৬ পেরিয়েছে দলটি। আর তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস ৩৪টি আসন পেয়েছে।অন্যদিকে, জম্মু ও কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্স (এনসি)-কংগ্রেস জোট এগিয়ে আছে। এই জোট ৪৮ আসনে এবং বিজেপি এখন পর্যন্ত ২৯টি আসনে এগিয়ে আছে।
এর আগে বেশ কয়েকটি বুথ ফেরত জরিপের পূর্বাভাসে বলা হয়েছিল, হরিয়ানায় কংগ্রেস ৫৫টি আসনে জিততে পারে। আর বিজেপি পেতে পারে ২৬টি আসন।কিন্তু ভোট গণনা শুরুর পর বেলা বাড়তে থাকার সঙ্গে সঙ্গে পাল্টে যায় ছবিটা। প্রথমদিকে বিজেপি পিছিয়ে থাকলেও পরে বুথফেরত জরিপ ভুল প্রমাণ করে এখন তৃতীয়বারের মতো হরিয়ানায় সরকার গঠনের পথে রয়েছে বিজেপি।হরিয়ানায় টানা তৃতীয়বারের মতো জয় প্রধানমন্ত্রী মোদীর ভারতীয় জনতা পার্টির জন্য হবে বড় ধরনের এক সাফল্য। বিশেষ করে আগামী কয়েক সপ্তাহে অন্যান্য রাজ্যের নির্বাচনগুলোর আগে দিয়ে।
ওদিকে, কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপের পর প্রথম বিধানসভা ভোট হয়েছে সেখানে। ২০১৯ সালের অগাস্টে অধ্যাদেশ জারি করে কেন্দ্র সরকার কাশ্মীরের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার করলে রাজ্যের তকমা হারায় কাশ্মীর। সাবেক জম্মু ও কাশ্মীর রাজ্য ভেঙে হয় দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ এবং জম্মু ও কাশ্মীর।তার পর দীর্ঘ দিন সেখানে নির্বাচিত সরকার ছিল না।সুপ্রিম কোর্ট সেপ্টেম্বরের মধ্যে বিধানসভা নির্বাচন করানোর জন্য কেন্দ্রকে নির্দেশ দেয়। এবারের ভোটটি রাজনৈতিক মহলে নানা কারণে তাৎপর্যপূর্ণ।তিন দফায় ভোট গ্রহণ হয়েছে জম্মু-কাশ্মীরে। মঙ্গেলবার ফল ঘোষণার প্রথম থেকেই সেখানে অনেকটাই এগিয়ে যায় এনসি-কংগ্রেস জোট। একটু পিছনে ছিল বিজেপি। ক্রমশ আসন বৃদ্ধি পেয়েছে এনসি-কংগ্রেস জোটের। তবে খুব পিছিয়ে ছিল না বিজেপিও। এনসি-কংগ্রেস জোটের ঝুলিতে গেছে ৩৮ শতাংশ ভোট। আর বিজেপি পেয়েছে ২৬ দশমিক ৭২ শতাংশ ভোট।
ফলে কাশ্মীরে নেতৃত্বে আসতে চলেছে ন্যাশনাল কনফারেন্স। জয়ের আঁচ পেয়েই মুখ্যমন্ত্রীর পদে নিজের ছেলের নাম ঘোষণা করেছেন ফারুখ আবদুল্লাহ। এবার জম্মু-কাশ্মীর সরকারে মুখ্যমন্ত্রী হবেন ওমর আবদুল্লাহ, জানিয়ে দিয়েছেন ন্যাশনাল কনফারেন্সের বর্ষীয়ান নেতা।কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে এই বছর বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দখলের পথে এল ন্যাশনাল কনফারেন্স। এ বার ২টি আসনে লড়েছিলেন ওমর আবদুল্লাহ। গান্ধেরবাল ও বডগাম আসনে লড়ে দু’টিতেই জিতেছেন ওমর আবদুল্লাহ।
এক সাক্ষাৎকারে ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুখ আবদুল্লাহ বলেছেন, “১০ বছর পর জনগণ আমাদের সমর্থন করেছে, আমরা প্রার্থনা করেছি যাতে আমরা তাদের চাহিদা পূরণ করতে পারি। এখানে আর পুলিশ নয়, সাধারণ মানুষের রাজত্ব হবে। নিরপরাধ যাদের জেলে রাখা হয়েছে, তাদের আমরা মুক্তি দেব। সংবাদমাধ্যম স্বাধীন থাকবে….ওমর আবদুল্লা মুখ্যমন্ত্রী হবে।”