ইংরেজি নববর্ষ ও যেকোনো ধরনের উৎসবে আতশবাজি ও ফানুস ওড়ানো বন্ধ চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন আইনজীবী মিজানুর রহমান কায়েস।
এর আগে, গত ১৬ জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন আইনজীবী মিজানুর রহমান কায়েস। ছবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র্যাবের মহাপরিচালকসহ (ডিজি) সংশ্লিষ্ট সাতজনকে বিবাদী করা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. কামাল হোসেন।
রিটে ইংরেজি নববর্ষ বা অন্য কোনো উৎসবে শহর এলাকায় ফানুস ওড়ানো পুরোপুরি নিষিদ্ধ চাওয়া হয়েছে। ফানুস উড়িয়ে মানুষের মানসিক ক্ষতি করায় এ রিটটি করা হয়।
সেই সঙ্গে থার্টি ফার্স্ট নাইটে আতশবাজির আতংকে মারা যাওয়া শিশু উমায়েরের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনাও চেয়েছেন রিটকারী আইনজীবী।
পিএসএন/এমআই