বাংলাদেশ দলের হয়ে হামজা চৌধুরীর খেলার সম্ভাবনা আরো উজ্জ্বল হয়েছে।
ইংলিশ ফুটবল লিগের এই তারকা বাংলাদেশ দলের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করে এরই মধ্যে চিঠি দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনে। বাফুফেও বসে থাকেনি, হামজার সেই চিঠি সংযুক্ত করে এর মধ্যেই ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে তাঁকে খেলানোর ব্যাপারে অনাপত্তিপত্র চেয়েছে। তাতে আগামী নভেম্বরেই জাতীয় দলের হয়ে খেলার সম্ভাবনা তৈরি হয়েছে লিস্টার সিটিতে খেলা এই ফুটবলারের।
‘ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন থেকে অনাপত্তিপত্র পেলেই সেটা আমরা ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে পাঠাব। তারাই চূড়ান্ত অনুমোদন দেবে তার খেলার ব্যাপারে। আমরা আশাবাদী। তারিক কাজী, জামাল ভূইয়ার থেকে একটু জটিল যদিও তার ব্যপারটা।তবু আমরা আশাবাদী। কারণ এ রকম কিছু উদাহণর আছে’—বলেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন। জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরাও হাই প্রফাইল এ ফুটবলারকে স্বাগত জানাতে তৈরি, ‘তার মানের একজন খেলোয়াড় আমাদের দলের জন্য বড় পাওয়া হবে। শুধু মাঠে নয়, মাঠের বাইরেও আমাদের ফুটবলারদের গাইড করতে পারবে সে তার সর্বোচ্চ পর্যায়ে খেলার অভিজ্ঞতা দিয়ে।’
৫ ও ৮ সেপ্টেম্বর ভুটানে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী নভেম্বরে পরবর্তী আন্তর্জাতিক সূচিতেই হামজাকে চাইছে বাংলাদেশ।