হেরেও শেষ চারে চট্টগ্রাম, জিতেও বিদায় ঢাকার এনসিএল টি-২০’র গ্রুপ পর্বে সাত ম্যাচেই জয় পেয়েছে ঢাকা মেট্রো। পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে তারা। গ্রুপের শেষ ম্যাচে চট্টগ্রামকে ১৭ রানে হারিয়েছে নাঈম শেখের দল।
প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৫৮ রান করে ঢাকা মেট্রো। অধিনায়ক নাঈম ১২ বলে ২২ রান করেন। মিডলে শামসুর রহমান ৪৮ বলে ৫৬ ও মার্শাল আইয়ূব ৪২ বলে ৫১ রান করেন।
জবাবে চট্টগ্রাম ৯ উইকেটে ১৪১ রান তুলতে পারে। চট্টগ্রামের সাদিকুর ৪৪ ও অধিনায়ক ইয়াসির আলী ৩১ বলে ৪৬ রান করেন। হারলেও ৩ জয়ে ও নেট রান রেটে এগিয়ে থেকে এলিমিনেটর নিশ্চিত হয়েছে চট্টগ্রামের।
দিনের অন্য ম্যাচে বরিশালের বিপক্ষে জিতেও গ্রুপ পর্বে বিদায় নিয়েছে ঢাকা বিভাগ। তাদেরও চট্টগ্রামের সমান ৩ জয়ে ৬ পয়েন্ট। কিন্তু শেষ ম্যাচে হেরে নেট রান রেটে পিছিয়ে যাওয়ার বিদায় নিয়েছে।
এদিন ঢাকা ইনিংসের শেষ বলে ১৭৮ রান তুলে অলআউট হয়। ঢাকার হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন সুমন খান ও ৩৪ রান করেন ওপেনার জাওয়াদ আবরার। তবে দলের অন্য ছয় ব্যাটার টুকটাক রান করায় ভালো সংগ্রহ পায়। জবাবে বরিশাল ৬ উইকেটে ১৫৯ রান করে বরিশাল।
গ্রুপ পর্ব শেষে এনসিএল টি-২০’র পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে কোয়ালিফাই করেছে ঢাকা মেট্রো। দুইয়ে থাকা রংপুর বিভাগ তাদের সঙ্গী। অন্য দিকে খুলনা ও চট্টগ্রাম খেলবে এলিমিনেটরে। আগামী ২১ ডিসেম্বর ম্যাচ দুটি মাঠে গড়াবে।