ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটা প্ল্যাটফর্ম শুক্রবার জানিয়েছে, ভার্চুয়াল রিয়েলিটি প্ল্যাটফর্মে পার্সোনাল স্পেস বাউন্ডারি বজায় রাখতে তারা নতুন টুল আনছে।
মেটাভার্সে ব্যবহারকারীদের নিরাপত্তা ও যৌন হয়রানি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এরমধ্যে টুলটি আনার ঘোষণা দিয়েছে মেটা।
‘পার্সোনাল বাউন্ডারি’ টুলটির কারণে ভিআর হেডসেটের মাধ্যমে হরিজন ওয়ার্ল্ড ও হরিজন ভেনুতে ব্যবহারকারী নিজের ও অন্যদের ভার্চুয়াল অ্যাভাটারের মধ্যে ৪ ফুট দূরত্ব রয়েছে বলে উপলব্ধি করতে পারবেন।
ব্লগপোস্টে কোম্পানিটি জানিয়েছে, নতুন ডিফল্ট সেটিংয়ের কারণে ব্যবহারকারীরা অনাকাঙ্ক্ষিত যোগাযোগ এড়াতে পারবেন।
সূত্র : রয়টার্স
পিএসএন/এমঅাই