গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) মোঃ আলামিন হাওলাদার(৫৩), পিতা-মৃত: আঃ লতিফ হাওলাদার, সাং-মাগুরা, থানা-কাউখালী, জেলা-পিরোজপুর, এ/পি সাং-বৈকালী, লেংটা ফকিরের মাজারের পাশে, থানা-খালিশপুর; ২) মোঃ হুমায়ুন শেখ(৪২), পিতা-মৃত: আফসার শেখ, সাং-পালেরহাট ডোমরা উত্তরপাড়া, থানা-রূপসা, এ/পি সাং-রায়েরমহল ব্রীজ কুলতলা, থানা-আড়ংঘাটা; ৩) মোঃ শরীফ(২৫), পিতা-মৃত: নুরুল ইসলাম, সাং-বায়তুল ফালাহ্ মোড়, হাউজিং এস্ট্রেট, ইস্ট ব্লক-৯২, থানা-খালিশপুর; ৪) মোঃ রিপন(৪০), পিতা-মৃত: ফরিদ সর্দার, সাং-হাজীপুর, থানা-দৌলতখান, জেলা-ভোলা, এ/পি সাং-বঙ্গবাসী, থানা-খালিশপুর এবং ৫) মোঃ নাঈম(৩২), পিতা-মোঃ চাঁন শরিফ, সাং-নিরালা আবাসিক এলাকা, রোড নং-০১, থানা-খুলনা সদর, এ/পি সাং-নয়াবাটি, দূর্বার সংঘ ক্লাবের পাশে, থানা-খালিশপুর খুলনা মহানরগরী’দের কে বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৪ টি মাদক মামলা রুজু করা হয়েছে।
১০২ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার
You Might Also Like
administer22
Leave a comment
সর্বশেষ
- Advertisement -


