জাতীয় লিগ (এনসিএল) টি২০ টুর্নামেন্ট মাঠে গড়াবে ১১ ডিসেম্বর। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে লিগ পর্বের খেলা। সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম বা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বৃহস্পতিবার এক সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানান মিনহাজুল আবেদীন নান্নু।
প্রথমবারের মতো জাতীয় লিগে টি২০ টুর্নামেন্ট করতে যাচ্ছে বিসিবি। সম্পূর্ণ দেশি ক্রিকেটারদের নিয়ে হবে এ টুর্নামেন্ট। মূলত বিপিএলে দেশি ক্রিকেটাররা কম সুযোগ পাওয়ায় বিকল্প টি২০ টুর্নামেন্টের আয়োজন। বিসিবির নিজস্ব অর্থায়নে হবে জাতীয় লিগ টি২০। আট দলে ১০০ জন ক্রিকেটার খেলার সুযোগ পাবেন। নিয়মিত একাদশ খেলালেও ৮৮ জন ম্যাচ খেলবেন।
বিপিএলের আগে অনুষ্ঠেয় ঘরোয়া এ টি২০ টুর্নামেন্ট ক্রিকেটারদের ছন্দ পেতে সহায়তা করবে। লাল বলের ক্রিকেট থেকে সাদা বলের খেলায় প্রবেশ করবেন তারা। যদিও জাতীয় দলের টি২০ ক্রিকেটাররা জাতীয় লিগ টি২০তে খেলতে পারবেন না। ডিসেম্বরের ওই সময়ে ওয়েস্ট ইন্ডিজে তিন ম্যাচ টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ।
নাজমুল হোসেন শান্তরা টি২০ সিরিজ শেষ করে দেশে ফিরতে ফিরতে লিগের খেলা শেষ হয়ে যাবে। তবে ওয়ানডে দলের অনেকে জাতীয় লিগ টি২০ খেলার সুযোগ পাবেন। কারণ ১২ ডিসেম্বর তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচটি হবে ক্যারিবীয়দের বিপক্ষে। মাহমুদউল্লাহ রিয়াদরা হয়তো সেমিফাইনাল থেকে খেলার সুযোগ পেতে পারেন। দেশের এই তারকা ক্রিকেটারদের অংশগ্রহণ না থাকলেও সমস্যা নেই। তাদের জায়গায় উদীয়মান ক্রিকেটাররা ম্যাচ খেলবেন।